২০১১ সালের ১৬ নভেম্বর মুম্বইয়ে জন্ম হয় স্টার কিড আরাধ্যা বচ্চনের। মিস ওয়ার্ল্ড-অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন এবং বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের একমাত্র সন্তান সে। ভীষণই আদরে মানুষ।
৩৮ বছর বয়সে আরাধ্যাকে জন্ম দেন ঐশ্বর্য। কেরিয়ার গুছিয়ে, সমাজের সেট করা বয়সের বেড়া টপকে সন্তান জন্মের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
সন্তান জন্মের সময় ভীষণ যন্ত্রণা ভোগ করেছিলেন রাই সুন্দরী। তা নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছিলেন তাঁর শ্বশুরমশাই তথা অভিনেতা অমিতাভ বচ্চন।
অমিতাভ সে সময় জানিয়েছিলেন, কেবল নরমাল ডেলিভারি নয়, কোনও ধরনের পেইন-কিলার কিংবা এপিডিউরাল নিতেও মানা করেছিলেন ঐশ্বর্য।
২-৩ ঘণ্টা টানা প্রসব যন্ত্রণা সহ্য করার পর আরাধ্যার জন্ম দিয়েছিলেন ঐশ্বর্য। এই পদক্ষেপ গ্রহণ করে নিঃসন্দেহে সকলকে উদ্বুদ্ধ করেছিলেন ঐশ্বর্য।
দেরিতে সন্তান জন্ম দেওয়ার তাঁর এই সিদ্ধান্তও অনেক মহিলাকে অনুপ্রাণিত করেছে। কোনও কিছুই যে অসম্ভব নয়, তা দেখিয়ে দিয়েছেন ঐশ্বর্য।
বচ্চন পরিবারের সকলে চেয়েছিলেন, ঐশ্বর্য যাতে যন্ত্রণাবিহীন ভাবে সি-সেকশনের মাধ্যমে সন্তানের জন্ম দেন। তাতে একেবারেই রাজি ছিলেন না ঐশ্বর্য।
সন্তান প্রসবের অনুভূতি পেতে চেয়েছিলেন ঐশ্বর্য। অমিতাভ বলেছিলেন, “এদেশের মহিলারা সিজ়ার কিংবা সি-সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দিতে রাজি হয়ে যান অনেক সহজে। কিন্তু আমার পুত্রবধূ ঐশ্বর্য সেটা চাননি।"