বচ্চন পরিবারের রাজকন্যা আরাধ্যা। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন তার ঠাকুমা-ঠাকুরদা। ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন তার বাবা-মা।
ঠাকুরদার প্রিয় নাতনি আরাধ্যা মা ঐশ্বর্যকে সারাটাক্ষণ জাপটে থাকে। মাকে ছাড়া সে থাকেই না। সম্প্রতি অম্বানীদের বাড়ির বিয়ের প্রাক অনুষ্ঠানে আরাধ্যা গিয়েছিল তাঁর বাবা-মায়ের সঙ্গে।
রিহানা, শ্রেয়া গোষাল, অরিজিৎ সিংয়ের গান বাবা-মায়ের মাঝে বসে উপভোগ করেছে সে। এদিন একটি সুন্দর লং ড্রেস পরেছিল আরাধ্যা। কপাল থেকে সরেছিল তাঁর চুল। হেয়ারস্টাইল পাল্টাতেই অন্য অবতারে ধরা দেয় এই তারকা-সন্তান।
আরাধ্যা যে ঠিক তার মা ঐশ্বর্যর প্রতিচ্ছবি। ১২ বছরের বালিকার থেকে যেন নজর সরছিল না কারও। স্নিগ্ধ চেহারা তার। মনকাড়া হাসি ঠোঁটে মেখে অম্বানীদের অনুষ্ঠানে ঢুকেছিল সে।
এই আরাধ্যাকে দেখা মাত্রই হইচই নেট মহলে। ঐশ্বর্যর চেয়েও লম্বা হয়ে গিয়েছে আরাধ্য়া। রাই সুন্দরীর কন্যা সুন্দরী হবে না, তা হতেই পারে না। কিন্তু এখন একটা প্রশ্ন উঠেছে, আরাধ্যার কি বয়ফ্রেন্ড আছে?
কে আরাধ্যার বয়ফ্রেন্ড, তা নিয়ে গুগলে ইতিমধ্য়েই সার্চ করে ফেলেছেন অনেকেই। উত্তর যা মিলছে, তাতে বলা যায় এখনও পর্যন্ত বয়ঃসন্ধিতে পা না দেওয়া আরাধ্যার কোনও প্রেমিক জোটেনি।
আরাধ্য়ার বয়ফ্রেন্ড নেই। তার দুনিয়া জুড়ে মা ঐশ্বর্য। মায়ের সঙ্গেই সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করে মেয়েটা। মা-ই তাঁকে দুনিয়া ঘুরিয়ে দিয়েছে। কান থেকে শুরু করে প্যারিস ফ্যাশন ইউক.. আরাধ্যার দেখতে বাকি নেই কিছুই।