আরাধ্যাকে বাড়িতে পড়ান একজন কলেজ ড্রপআউট, কে তিনি?
TV9 Bangla
credit: Social Media
ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের একমাত্র কন্যা সন্তানের নাম আরাধ্যা। ১২ বছর বয়স তাঁর। ২০১২ সালে জন্ম। এই মেয়েকে নিয়েই সারাদিন ব্যস্ত থাকেন ঐশ্বর্য।
মেয়েকে একেবারেই কাছ-ছাড়া করেন না তিনি। ন্যানিদের ভরসায় মেয়েকে মানুষ করছেন না ঐশ্বর্য। মেয়ের সমস্ত দেখভালের দায়িত্ব নিজেই তুলে নিয়েছেন কাঁধে।
আরাধার জন্যই অনেক ছবির কাজের অফার ফিরিয়েছেন ঐশ্বর্য। দেশ-বিদেশে নানা অনুষ্ঠানের ডাক পান ঐশ্বর্য। তবে মেয়েকে অন্য কারও ভরসায় ছেড়ে নিজের স্বপ্নপূরণে ছুটে যান না তিনি।
ফলে ছোট থেকেই মায়ের প্রত্যেক অনুষ্ঠানের ছায়াসঙ্গী আরাধ্যা। মেয়েও জানে মায়ের পরিধি ঠিক কতখানি। এই আরাধ্যাকে নিয়মিত লেখাপড়ায় সাহায্য করেন ঐশ্বর্য।
‘দসভি’ ছবির প্রচারে এসে আরাধ্যার বাবা অভিষেক বচ্চন জানিয়েছিলেন, তাঁর কন্যাকে একা হাতে মানুষ করছেন ঐশ্বর্য।
এবং তাঁর লেখাপড়াটাও ঐশ্বর্যই দেখেন। যত ব্যস্ততাই থাকুক না কেন, ঐশ্বর্য নিজেই মেয়েকে পড়ান।
কেমন ছাত্রী ঐশ্বর্যর কন্যা আরাধ্যা? এক সাক্ষাৎকারে ঐশ্বর্য বলেছিলেন, “আরাধ্যা ভাল ছাত্রী। খুব তাড়াতাড়ি পড়া বুঝতে পারে।” মুম্বইয়ের একটি ভীষণ দামী স্কুলে পড়ে আরাধ্যা। সেই স্কুলটির নাম ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
যতই শিক্ষক-শিক্ষিকা থাকুক না কেন, ঐশ্বর্য কিন্তু পুরোটা তাঁদের ভরসায় ছাড়েন না। ঐশ্বর্য নিজেও একজন মেধাবী। হতে চেয়েছিলেন আর্কিটেক্ট। মডেলিংয়ের জন্য লেখাপড়া ছাড়েন। তিনি কলেজ ড্রপআউট।