মাত্র ৮ বছরের কেরিয়ারে কত টাকার মালিক কিয়ারা?
12 September,2023
মাত্র ৮ বছর হয়েছে কেরিয়ার শুরু করেছেন কিয়ারা আডবাণী। তাঁর প্রথম ছবি 'ফুগলি' মুক্তি পেয়েছিল ২০১৪ সালে।
যদিও সেটিকে তাঁর কেরিয়ারের শুরু বলা চলে না। তিনি প্রথম নজরে আসেন ২০১৬ সালে 'এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি'র মধ্যে দিয়ে।
ধোনির স্ত্রীর চরিত্রে অভিনয় করেন কিয়ারা। ২০১৮ সালে তাঁর কেরিয়ার উড়াল দেয়। তব্র তাঁর কেরিয়ারে উল্লেখযোগ্য ছবি হল কবীর সিং।
ওই ছবির পর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। এই কয় বছরে মোট কত কোটি সম্পত্তি তৈরি করতে পেরেছেন কিয়ারা? রইল সেই হিসেব।
সুত্র মারফৎ জানা যাচ্ছে প্রায় ৪০ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। এ ছাড়াও বেশ বিত্তবান পরিবারেই জন্ম কিয়ারার।
তিনি তথাকথিত স্টারকিড না হলেও তাঁর পরিবারের সঙ্গে গভীর যোগ ছিল বলিউড ইন্ডাস্ট্রির।
কেরিয়ারের পিক টাইমে তিনি বিয়ে করেছেন। সিদ্ধার্থ মালহোত্রাকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন এ বছরই। ধুমধাম করে রাজস্থানে বসেছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান।
আপাতত হাতে একগুচ্ছ প্রজেক্ট রয়েছে তাঁর। রান্নাবানা জানেন না তিনি, কাজই তাঁর মন প্রাণ, সেদিকেই ফোকাস করতে চান তিনি।
Learn more