টাইগার আসছে, শুধু টাইগার নন। একই সঙ্গে আসছেন জোয়াও। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভারসের ক্যাটরিনাই প্রথম মহিলা স্পাই। ছবিতে মারকাটারি অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে।
যশরাজের তরফে যে পোস্টার শেয়ার করা হয়েছে, তাতে দেখে গিয়েছে টাইগারের থেকে কোনও অংশে কম নন জোয়া। ক্যাটরিনা জানিয়েছেন অ্যাকশন দৃশ্যে অভিনয় করা মোটেও সহজ ছিল না তাঁর কাছে।
তিনি জানিয়েছেন এই অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে নিজের সবটা দিয়ে দিয়েছেন তিনি। যতটা নিজেকে ভাঙা যায় তাঁর থেকেও বেশি দিয়ে শুট করেছেন তিনি।
ক্যাটরিনার কথায়, "জোয়ার মতো একটা চরিত্র পেয়ে আমি ভীষণ গর্বিত। ও ভয়ডরহীন, সাহসী। সবাইকে ভালবাসে। যাকে ভালবাসে তাঁকে আগলে রাখে আর সবচেয়ে বড় কথা ও মানুষের পাশে দাঁড়ায়, প্রতিটা সময়ে।
এখানেই থামেননি জোয়া। চরিত্র নিয়ে তাঁর আরও বক্তব্য, "জোয়ার ভূমিকায় অভিনয় করতে গিয়ে সব রকম পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছি আমি। শারীরিক ভাবে এটিই সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল।"
অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে বরাবরই ভালবাসেন ক্যাটরিনা কাইফ। নায়িকা বসে বসে মার খাবেন, হিরো কখন বাঁচাতে আসবেন শুধু সেই অপেক্ষাতেই থাকবেন, এ মোটে পছন্দ নয় তাঁর।"
সলমন খানকে কতটা টেক্কা দিতে পারেন তিনি, এখন সেটাই দেখার, এই মুহূর্তে বক্স অফিসে অ্যাকশন ছবিরই চল। তাই বক্স অফিসে এই ছবি সুপারহিট হবে সে ধারণা করাই যাচ্ছে।
টাইগার থ্রির পরিচালক আদিত্য চোপড়া। ছবিটির পরিচালক মণীশ শর্মা। দিওয়ালির ছুটিতে এই ছবি মুক্তি পাবে। বাকি দুটোর মতো এই ছবি কতটা হিট করে এখন সেটাই দেখার।