ক্যাটরিনা কাইফ কবে মা হচ্ছেন? ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর থেকেই এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে বলিউডের আনাচে কানাচে। মাঝেমধ্যেই রটে ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন।
আবারও নেটিজেনদের একটা বড় অংশের ধারণা নায়িকা মা হচ্ছেন। কিন্তু কেন? সম্প্রতি ভাইরাল হয়েছে নায়িকার ভিডিয়ো।
নিজের প্রসাধনী ব্র্যান্ডের প্রচারে এসেছিলেন ক্যাটরিনা। পরেছিলেন বডি হাগিং একটি পোশাক। সঙ্গে ছিল লিং জ্যাকেট।
নেটিজেনদের নজর এড়ায়নি ক্যাটরিনা 'স্ফীতোদর'। যা দেখে এসেছে নানা ধরনের মন্তব্য। একজন লিখেছেন, "আপনি মা হচ্ছেন"। আর একজনের বক্তব্যও একই।
যদিও ক্যাটরিনার নিষ্ঠ সূত্র বলছে, এই মুহূর্তে মা হওয়ার নাকি কোনও পরিকল্পনাই নেই তাঁর। পরিকল্পনা নেই স্বামী ভিকি কৌশলেরও।
চিকিৎসা বিজ্ঞান ৩৫-এর মধ্যে সন্তান নেওয়ার সুপারিশ করলেও সে পথে আপাতত হাঁটতে চান না ক্যাটরিনা। তবে ভবিষ্যতেও মা হবেন না, এরকম কোনও সিদ্ধান্তের কথা এখনই জানাননি ক্যাটরিনা।
ইচ্ছে রয়েছে, তবে সব কিছুর সঠিক সময়েই বিশ্বাসী তিনি। এই মুহূর্তে হাতে একগুচ্ছ কাজ রয়েছে ক্যাটরিনা। সলমন খানের বিপরীতে ‘টাইগার ৩’- এ দেখা যাবে তাঁকে।
দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি। ছবি নিয়ে ব্যস্ততা রয়েছে তুঙ্গে। এ ছাড়াও ‘মেরি ক্রিস্টমাস’ ছবিতে বিজয় সেতুপতির সঙ্গে অভিনয় করবেন তিনি।