বক্সঅফিসে অ্যাটলি কুমারের ছবি যে ঠিক কী শুরু করেছে তা হয়তো ট্রেন্ড অ্যানালিস্টরা নিজেরাও বুঝতে পারছেন না। প্রতি দিনই নতুন নতুন রেকর্ড, তাঁদের একটাই বক্তব্য, 'বলি হচ্ছেটা কী'?
হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি টাকার ওপেনিং হয়েছিল শাহরুখ-নয়নতারার ছবিটির। তামিল, তেলুগু ও অন্যান্য ভাষায় মুক্তি পেলেও শুধু হিন্দি ভার্সন থেকেই এই ছবি আয় করেছিল ৬৫ কোটি ৫০ লক্ষ।
শুক্রবার সেই আয় গিয়ে দাঁড়ায় ৪৬ কোটি ২৩ লক্ষ। কাজের দিন তাই স্বাভাবিকভাবেই আয় কিছুটা কমেছিল
কিন্তু ছুটির দিন মানে শনিবার হতেই বদলে গেল চিত্র। প্রথম দিনে যা আয় করেছিল তৃতীয় দিনের আয় হারিয়ে দিল সেই আয়কেও।
তৃতীয় দিনে এই ছবি আয় করেছে ৬৮ কোটি ৭২ লক্ষ টাকা। এখানেই কিন্তু চমকের শেষ নেই। এ তো শুধু হিন্দিতে পাঠানের হিসেব।
সারা বিশ্বে এই ছবি কত আয় করেছে তা জানলে আপনি কিছুতেই বিশ্বাসই করতে পারবেন না। এই ছবি আয় করেছে ৩৮৪ কোটি ৬৯ লক্ষ টাকা।
ভাবতে পারছেন? কোনও ভারতীয় ছবির ক্ষেত্রে এ যাবৎ এমনটা দেখা যায়নি। আজ রবিবার আয় আরও বাড়তে বলেই ধারণা সকলের।
শাহরুখ খান ও নয়নতারা ছাড়াও এই ছবিতে রয়েছে একগুচ্ছ স্টারকাস্ট। রয়েছেন বিজয় সেতুপতি ও দীপিকা পাড়ুকোনও।