কাজল মাঝেমধ্যেই পড়ে যান। শুকনো মেঝেতেও হোঁচট খেতে দেখা যায় তাঁকে। এবারেও খানিক হল তেমনটাই। এসেছিলেন মা দুর্গার কাছে। তারপর যা হল!
প্রতিবারের মতো এবারেও পুজো কাটছে তাঁর নিজের পরিবারের সঙ্গে। মুখোপাধ্যায় বাড়ির পুজো মুম্বইয়ে বেশ বিখ্যাত। শুধু জাঁকজমকপূর্ণ পুজোর আয়োজনেই নয়, একইসঙ্গে তারকার মেলাও এই পুজোর অন্যতম ইউএসপি।
ইমতিয়াজ আলি, তনিশা, কপিল শর্মার শোয়ের সুমনা… আরও অনেকের দেখা মিলেছিল এই পুজোয়। কাজল তো বটেই, হাজির ছিলেন রানিও।
হঠাৎই সিঁড়ি দিয়ে নামতে গিয়েই ঘটে যায় দুর্ঘটনা। তাড়াহুড়ো করে নামতে গিয়েই বেসামাল হয়ে যান নায়িকা। পড়েও যান তিনি। যদিও বাঁচোয়া একটাই।
তাঁর বোন তনিশা ছিলেন কাছেই। কাজলকে ধরে ফেলেন তিনি। আর সে কারণেই এ যাত্রায় বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন তিনি। না হলে যে কী হত! ভেবেই আশঙ্কা প্রকাশ তাঁর ভক্তদের।
কাজল এর আগেও পড়েছেন বহুবার। কুছ কছ হোতা হ্যায় ছবির গান ইয়ে লড়কি হ্যায় দিওয়ানি’…ওই গানে বাইসাইকেল চালিয়ে আসছিলেন শাহরুখ-কাজল সাইকেল চালাতে গিয়ে আচমকাই রাস্তায় মুখ থুবড়ে পড়ে যান কাজল।
জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। সাময়িকভাবে নিজের স্মৃতি হারিয়ে ফেলেন কাজল। তিনি কে, তাঁর নাম কী, কী করেন কিছুই মনে পড়ছিল না তাঁর। ইউনিটের সবাই বেশ চিন্তায় পড়ে যান কাজলকে নিয়ে।
শুধুমাত্র একজনকেই চিনতে পারছিলেন কাজল। একজনের কথাই মনে ছিল তাঁর। তিনি আর কেউ নন, অজয় দেবগণ, কাজলের স্বামী তখন প্রেমিক। পরে যদিও সবটা ঠিক হয়ে যায়।