13 September 2023

সমকামী বিয়ে নিয়ে সন্তানদের কী বলেন করিনা?

হোমোসেক্সচুয়ালিটি নিয়ে সন্তানদের সঙ্গে খোলামেলা কথা বলেন করিনা কাপুর খান। 

করিনার দুই সন্তান তৈমুর ও জেহর সঙ্গে তিনি বন্ধু মতো মেশেন। 

জানিয়েছেন, গে ম্যারেজ নিয়ে কথা বলতে হলে তিনি তাঁদের সুন্দর করে বোঝাবেন।

করিনা বলেছেন, "আমাকে যদি বোঝাতে হয়, আমি বলব আঙ্কল জ্যাক এক পুরুষকে বিয়ে করেছেন কারণ তাঁরা একে-অন্যের যত্ন নেন।"

করিনার কাছে প্রেমের কোনও লিঙ্গ নেই। প্রকৃতির নিয়মের বাইরে প্রেমে।

সম্প্রতি তাঁর নতুন ছবি মুক্তি নিয়ে ব্যস্ত আছেন করিনা। 

তিনি কাজ করেছেন বাঙালি পরিচালক সুজয় ঘোষের থ্রিলারেও। 

সেই ছবির নাম 'জানে জা'। সেই ছবি মুক্তি পাবে সেপ্টেম্বর মাসের ২১ তারিখ।