হচ্ছে না 'আশিকি ৩'?
04 November 2023
এক ও দুইয়ের পর আসছে 'আশিকি ৩' ও। গত বছরই এই ঘোষণা করা হয়েছিল। ছবিটির পরিচালক হিসেবে অনুরাগ বসুর নামও সামনে এসেছিল। ভক্তরাও ছিল উচ্ছ্বসিত!
মুখ্য চরিত্রে বেছে নেওয়া হয়েছিল কার্তিক আরিয়ানের নামও। নিজের ইনস্টা হ্যান্ডেল থেকেও সেই ঘোষণা করেছিলেন কার্তিক।
কিন্তু এ কী! সেই ছবি কি এবার বিশ বাঁও জলে? সামনে আসছে কিছু নতুন তথ্য। এই ছবির প্রযোজক মুকেশ ভাট। শোনা যাচ্ছে তিনি নাকি আফসোস করছেন এখন!
এত তাড়াতাড়ি ছবিটি ঘোষণা করা ঠিক হয়নি। তিনি নাকি বেশ বিরক্তও হয়ে পড়েছেন। কিন্তু কেন? কেন হাইবাজেট ছবির ঘোষণা করে পস্তাচ্ছেন প্রযোজক?
নিত্যদিনই এই ছবি নিয়ে রটছে একের পর এক খবর। কখনও সামনে আসছে এই নায়িকার নাম আবার কখনও বা শোনা যাচ্ছে অন্য এক নায়িকার নাম।
এর আগে শোনা গিয়েছিল জেনিফার উইঙ্গেট অভিনয় করতে পারেন এই ছবিতে। কিন্তু নির্মাতাদের তরফে এই নিয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।
এত অনুমানেই বিরক্ত মুকেশ। বিরক্ত নানা আলোচনা নিয়েও। যা হবে, হবে সঠিক সময়েই এমনটাই বারংবার বলে এসেছেন তিনি।
'আশিকি' ফ্র্যাঞ্চাইজি সিনেপ্রেমীদের কাছে ইমোশন। এক ও দুই-- দু'টি হিট হয়েছে। প্রথম ছবির হিরো-হিরোইন রাহুল-অনু। দ্বিতীয়টিতে ছিলেন আদিত্য-শ্রদ্ধা
আরও পড়ুন