ক্যাটরিনা কাইফ মানেই যে শুধুমাত্রই গ্ল্যামারাস চরিত্র নয় সেই ধারণাই এবার ভাঙতে চলেছেন ক্যাটরিনা। চলতি বছরে 'টাইগার ৩' ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
এবার অভিনেত্রীর নতুন ছবি ‘মেরি ক্রিসমাস’-এর জন্য মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরা। দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে ক্যাটরিনাকে।
ছবির পরিচালক শ্রীরাম রাঘবন। আর এই শ্রীরামই কার্যত কাঁদিয়ে ছেড়েছিলেন ক্যাটরিনাকে। ছবিতে শুধু হিন্দিই নয়, তামিল সংলাপও বলতে হয়েছিল তাঁকে।
তামিল ভাষা জানতেন না ক্যাটরিনা। এতটাই শক্ত লেগেছিল তাঁর এই ভাষা যে কেঁদে ফেলেছিলেন ক্যাটরিনা। ওদিকে পরিচালকও ছিলেন নাছড়বান্দা।
যে কোনও মূল্যেই তাঁকে শিখতে হবে তামিল, ক্যাটরিনাকে শর্ত দিয়েছিলেন এমনটাই। তাঁর কথায়, "খুব কঠিন ভাষা। আমি ভেবেছিলাম, শ্রীরাম স্যর আমাকে ছাড় দেবেন।’’
কিন্তু না, বাস্তবে তা হয়নি। তামিল প্রশিক্ষক দিয়ে ওই ভাষা শিখেছিলেন ক্যাটরিনা। সময় লেগেছিল ঠিকই, তবে তিনি ভাল ছাত্রী। তাই অনায়াসেই শিখে ফেলেছিলেন ওই ভাষা।
ছ’বছর আগে মুক্তি পেয়েছিল শ্রীরাম পরিচালিত ‘অন্ধাধুন’। এ বার এই ছবিতে ব্যতিক্রমী কাস্টিং করেছেন পরিচালক।
বিজয় ও ক্যাটরিনাকে আগে কখনও দেখেনি দর্শক। তাঁদের একসঙ্গে আনছেন শ্রীরাম। দর্শকদের মনে কতটা ধরে এই ছবি এখন সেটাই দেখার।