রাজ কাপুরের ৪ ঘণ্টার  ছবি ও দুটি ইন্টারভ্যাল

11 September 2023

রণবীর কাপুরের 'ঠাকুরদা' রাজ কাপুর ছিলেন হিন্দি ছবির জগতের সেই বাদশাহ, যাঁর খ্যাতির অন্ত ছিল না। একাধারে তিনি ছিলেন প্রযোজক, পরিচালক, অভিনেতা এবং গল্প নির্মাতা। তাঁরা তৈরি দুটি ছবি গড়েছিল অনন্য নজির।

কী সেই নজির? দুটি ছবিরই ৪ ঘণ্টার সময়সীমা (পড়ুন রান-টাইম)। এবং তাতে ছিল দুটি ইন্টারভ্যাল। কখনও শুনেছেন?

 এবার বলুন তো কী সেই দুটি ছবি? একটি অবশ্যই আইকনিক। অন্যটি ত্রিকোণ প্রেমের গল্প নির্ভর। দুটি ছবিতে এক্কেবারে ভিন্ন দুটি চরিত্রে অভিনয় করেছিলেন রাজ কাপুর।

প্রথম ছবির নাম 'মেরা নাম জোকার'। যে ছবিতে রাজ কাপুরের অভিনয় দেখে সকলে তাঁর সঙ্গে চার্লি চ্যাপলিনের তুলনা করেছিলেন। যদিও মুক্তির পর ছবিটি ফ্লপ করেছিল। 

'মেরা নাম জোকার'-এর সময়সীমা ছিল ৪ ঘণ্টা ১৫ মিনিট। প্রচুর অর্থ ব্যয়ে তৈরি ছবি ফ্লপ করেছিল বক্স অফিসে। তারপর ১০ বছর পর ফের ছবি মুক্তি পায়। সেই সময় হিট করে ছবিটি। 

'মেরা নাম জোকার'-এর সময়সীমা ছিল ৪ ঘণ্টা ১৫ মিনিট। প্রচুর অর্থ ব্যয়ে তৈরি ছবি ফ্লপ করেছিল বক্স অফিসে। তারপর ১০ বছর পর ফের ছবি মুক্তি পায়। সেই সময় হিট করে ছবিটি। 

অন্যদিকে 'সঙ্গম'-এর রান-টাইম ছিল ৪ ঘণ্টা। ভেনিস, প্যারিস, সুইৎজ়ারল্যান্ডের মতো জায়গায় শুটিং হয়েছিল ছবির।

'মেরা নাম জোকার'-এ এক ক্লাউনের জীবন দেখানো হয়েছিল। সেই ক্লাউন ছিল রাজ, অর্থাৎ রাজ কাপুর। ছবিটি দেখে আনন্দ-দুঃখ দুই হয়েছিল দর্শকের।

'সঙ্গম' ছবিতে প্রেম দেখানো হয়েছিল রাজ কাপুর এবং বৈজয়ন্তীমালার মধ্যে। ফ্লাইট লিউটিন্যান্টের চরিত্রে অভিনয় করেছিলেন রাজ কাপুর। 'সঙ্গম'-এর জন্য ১৯৬৫ সালে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন রাজ কাপুর।