22 September 2023

পরিণীতির বিয়েতে থাকছেন না প্রিয়াঙ্কা

সেজে উঠেছে রাজস্থানের শহর উদয়পুর। গোটা শহরটাই নাকি এখন একটি বিয়েবাড়িতে পরিণত হয়েছে। হবে নাই বা কেন?

সেখানে যে বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা।

২৪ সেপ্টেম্বর বিয়ে করছেন পরিণীতি-রাঘব। শহরের লেক পিচোলা হৃদের ধারে বসতে চলেছে সেই বিয়ের আসর। 

ঘোড়ায় নয়। প্রাচীন পাঞ্জাবী প্রথা অনুসারে নৌকোয় চেপে বিয়ে করতে আসবেন রাঘব। মেনুতে থাকবে নানা স্বাদের পঞ্জাবী এবং রাজস্থানী খাবার।

একদিকে কনে বলিউডের অভিনেত্রী। অন্যদিকে বর রাজনীতিক। বিয়েতে তাই তাবড় বিখ্যাতরা থাকছেন। 

অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং। থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। 

কিন্তু এই তারকাখচিত বিয়েতে নাকি উপস্থিতিই থাকতে পারবেন না পরিণীতির তুতো-দিদি অভিনেত্রী এবং মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর কন্যা মালতি। 

আগেই জানা গিয়েছিল, বিশ্বের নানা দেশে কনসার্টের কারণে বিয়েতে থাকবেন না প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস। কিন্তু তাঁর বিয়েতে না আসার কারণ এখনও জানা যায়নি।