21 September 2023
রাগে-অভিমানে বলিউড ত্য়াগ নয়নতারার
দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের উপর বেজায় চটেছেন নয়নতারা। তিনি নাকি কথা দিয়ে কথা রাখেননি অভিনেত্রীর।
৭ সেপ্টেম্বর মুক্তি পায় অ্যাটলি কুমারের প্রথম বলিউড ছবি 'জওয়ান'। সকলেই জানেন, সেখানে হিরো শাহরুখ খান।
শাহরুখ খানের বিপরীতে ছবিতে অভিনয় করেছিলেন নয়নতারা। শুরু থেকেই ফোকাস ছিল তাঁর দিকেই।
কিন্তু ছবি দেখে রেগে আগুন নয়নতারা। কেন না, ছবিতে তাঁকে কম দেখানো হয়েছে। গুরুত্বও দেওয়া হয়েছে অনেক কম।
বিতে শাহরুখের বিপরীতে ছিলেন দীপিকা পাড়ুকোনও। তাঁর প্রতি নাকি অনেক বেশি যত্নশীল ছিলেন অ্যাটলি।
অন্যদিকে শাহরুখের 'গার্ল গ্যাং'ও পেয়েছে বেশি ফোকাস। তাঁরা নাকি নয়নতারার চেয়েও বেশিক্ষণ থেকেছেন পর্দায়।
রাগের চটে 'জওয়ান'-এর সাকসেস পার্টিতে থাকতে দেখা যায়নি নয়নতারাকে। পুরোটাই জুড়ে ছিলেন দীপিকা।
রাগে-অভিমানে নয়নতারা এবার সিদ্ধান্ত নিয়েছেন, আর না, বলিউডের সঙ্গ ত্যাগ করবেন তিনি।
আরও পড়ুন