মেয়ে সেজে অভিনয় এই ৫ অভিনেতার!
26 August 2023
এমনিতে তিনি অ্যাংরি ইয়ং ম্যান। কিন্তু চরিত্রের প্রয়োজনে মেয়ে সেজেছেন সইফ আলি খানও।
সাজিদ খান পরিচালিত 'হামসকল'-এ দেখা যায় তাঁকে। যদিও কাজটা করে মোটেও খুশি হননি তিনি। পরে এ নিয়ে আক্ষেপ প্রকাশও করেছিলেন সর্বসমক্ষে।
মেয়ে সেজে অভিনয় করেছেন বলিউড অভিনেতা গোবিন্দাও। কোন ছবিতে মনে করতে পারছেন কি?
ছবির নাম 'আন্টি নং ওয়ান'। ওই ছবিতেই তাঁকে দেখা গিয়েছিল এক নারী চরিত্রের বেশে। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৮ সালে।
রিতেশ দেশমুখ বলিউডে পরিচিত ফ্যামিলি ম্যান হিসেবে। লম্বা চুল, স্লিভলেস টপ এই সব নিয়েই কোন ছবিতে নারীচরিত্র হিসেবে দেখা গিয়েছিল তাঁকে জানেন?
'আপনা সপনা মানি মানি' ছবিতে এমনই এক চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। যদিও ওই ছবি বক্স অফিসে খুব একটা হিট হয়নি।
সম্প্রতি মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা অভিনীত ' ড্রিম গার্ল ২'। ওই ছবিতে আয়ুষ্মানের চরিত্র সম্পর্কে সকলেই ওয়াকিবহাল।
এর আগে ড্রিম গার্লের প্রথম পর্বেও তাঁকে দেখা গিয়েছিল এক নারী চরিত্রে অভিনয় করতে। এই ছবিতেও তার অন্যথা হয়নি।
অনেকেই বলেন বলিউডে আন্ডাররেটেড অভিনেতা শ্রেয়স তালপাড়ে। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেছেন তিনি বারংবার।
নারীরূপে এসেছেন ক্যামেরার সামনে। ছবির নাম 'পেয়িং গেস্ট'।
Learn more