20 April, 2024

TV9 Bangla

credit: Social Media

এই দুটি পারফিউম মাখেন শাহরুখ, দাম কত?

৭০০ কোটি টাকার অট্টালিকায় থাকেন শাহরুখ খান। তাঁর অর্থের অভাব নেই। কিন্তু শাহরুখের মধ্যে কিছু বিষয় আছে শেখার মতো। তিনি নিত্য অভ্যাসের প্রসাধনী পাল্টে ফেলেন না। 

নিজের পছন্দের প্রতি সৎ এই সুপারস্টার। সুগন্ধীর ব্যাপারে খুবই খুঁতখুঁতে। অনেক পরখ করে বেছেছেন তাঁর পারফিউম। তবে তাঁর মতো তারকার জন্য কোনও কোম্পানি বিশেষ কোনও সুগন্ধী তৈরি করেন না।

সেই সুগন্ধী বিক্রি হয় অ্যামাজ়ন, ফ্লিপকার্টের মতো অনলাইন শপিং সাইটেও। দামও সাধ্যের মধ্যেই। জানেন কি শাহরুখের ব্যবহৃত পারফিউম ব্যান্ডের নাম কী? কত দাম?

একবার এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, তাঁর ব্যবহৃত পারফিউম ব্র্যান্ডের নাম। তিনি ডিপটিক এবং ডানহিলের পারফিউম ব্যবহার করেন।

দুটি পারফিউম একসঙ্গে ব্যবহার করেনি শাহরুখ। এটাই তাঁর সিগনেচার সুগন্ধী। বলেছিলেন, “এর সঙ্গে যুক্ত হয় আমার ঘাম। তৈরি হয় আমার নিজের শরীরের সুন্দর সুবাস।”

এর বাইরে কোনওদিনও অন্য কোনও সুগন্ধী মাখেন না কিং খান। ডানহিলের ৫০ এমএল পারফিউমের বোতলের নাম ১২,০০০ টাকা। অন্যদিকে ডানহিলের ৫০ এমএল সুগন্ধীর বোতলের দাম ৭,০০০ টাকা।

এই রহস্য জানার পর শাহরুখের ভক্তরা অর্ডার করেন ডিপটিক এবং ডানহিল। এক ভক্ত ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করে মস্করা করে লিখেছিলেন, “সবাই এত বেশি ডানহিল আর ডিপটিক কিনে খেলছে যে, আমি অর্ডার দিতে গিয়েও পেলাম না।"

বলেছেন, "শাহরুখ আপনি কী করলেন? জানেন না, আপনার মতো সুবাসিত হয়ে মহিলাদের ইমপ্রেস করতে চান আপনার ভক্তরা।”