18 September 2023
কার কাছে পরাজিত হলেন শাহরুখ?
ছবি মুক্তির দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসে ভালই ফল করেছে শাহরুখ খানের নতুন ছবি 'জওয়ান'।
হিন্দি ভাষার সংস্করণেই দেশে আয় হয়েছে ৩২ কোটি টাকা। এটা কেবল রবিবারের আয়।
তবুও একজনের কাছে পরাজিত হয়েছেন কিং খান। কে সেই ব্যক্তি, যিনি কিং খানকে হারিয়ে দিলেন?
তিনি আর কেউ নন, ধর্মেন্দ্রর বড় ছেলে সানি দেওল। 'জওয়ান'-এর ঠিক আগে মুক্তি পেয়েছিল 'গদর ২'।
'গদর ২' আসলে 'গদর'-এর সিকুয়্যেল। সেই ছবি কয়েকশো কোটি টাকার আয় করেছে বক্স অফিসে।
'জওয়ান' যেখানে দ্বিতীয় সপ্তাহের রবিবারে আয় করে ৩২ কোটি টাকা, সেখানে 'গদর ২' আয় করেছিল ৩৬ কোটি টাকা।
তবে চলতি বছরের সবচেয়ে বেশি আয় করেছে শাহরুখ খানের 'পাঠান'ই। দেশে ৫৪৩ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
শাহরুখের পরবর্তী ছবি 'ডাঙ্কি' মুক্তি পাওয়ার কথা এই বছরের শেষে। সেই ছবি কি পারবে বাকি সব ছবির রেকর্ড ভাঙতে?
আরও পড়ুন