স্কুল জীবন থেকেই প্রেমিকা জুটেছে রণবীর কাপুরের। তাঁর প্রেমিকার সংখ্যা বিরাট। এমনকী আমির খানের ভাইপো ইমরান খানের প্রাক্তন স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গেও নাকি প্রেম করতেন রণবীর কাপুর।
বলা হয়, তিনিই নাকি ছিলেন রণবীরের প্রথম প্রেমিকা। তারপরে আরও অনেক প্রেমিকা এসেছে এবং গিয়েছে। রণবীর কাপুরের প্রেমিকা তালিকা স্কুল জীবন থেকেই বেশ লম্বা।
সেই সময় তিনি অভিনয় থেকে অনেক দূরে। স্কুলের বন্ধু-বান্ধবদের নিয়েই ব্যস্ত থাকতেন অধিকাংশ সময়। তাঁর দিদি ঋদ্ধিমা এবং মা অভিনেত্রী নিতু কাপুরের সঙ্গে অধিকাংশ সময় কাটাতেন।
বাবা অভিনেতা ঋষি কাপুর ছিলেন ব্যস্ত। বাড়িতে যখন কেউ থাকত না, তাঁর প্রেমিকাদের ডেকে আনতেন রণবীর। তারপর তাঁদের নানারকম উপহার দিতেন।
ছোট থেকেই রণবীর কাপুরকে প্যাম্পার করেনি কাপুর পরিবার। কখনওই তাঁকে খুব বেশি পকেট মানি দেননি বাবা ঋষি এবং মা নিতু। ফলে প্রেমিকাদের দামী উপহার দেওয়া সম্ভবও ছিল না রণবীরের পক্ষে।
তিনি কী করতেন জানেন? মায়ের কোনও জিনিস কিংবা দিদির কোনও জিনিস কাপবোর্ড থেকে বের করে প্রেমিকাদের উপহার দিয়ে দিতেন। তারপর ধরাও পড়তেন।
একবার কপিল শর্মার শোতে এসে ঋদ্ধিমা ভাই রণবীরের সমস্ত পর্দা ফাঁস করে দিয়েছিলেন। বলেছিলেন, “একদিন বাড়িতে এসে দেখি একটি মেয়ে ঘুরে বেড়াচ্ছে।"
বলেন, "তাঁর পরনে একটি টি-শার্ট। মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। তারপর হঠাৎই মনে পড়ে, আমারই টি-শার্ট। যেটা আমি আলমারিতে খুঁজে পাচ্ছিলাম না। বুঝে যাই, ভাই ওটা প্রেমিকাকে পরতে দিয়ে দিয়েছে।”