ছেলের 'মৃত্যু' সহ্য হল না ধর্মেন্দ্রর স্ত্রীর, আর্তনাদ করেন...
''
গত ডিসেম্বরে মুক্তি পায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’। তাতে দুর্দান্ত অভিনয় করেছেন রণবীর কাপুর। রক্তারক্তির দৃশ্যে, নগ্নতার দৃশ্যে প্রকৃত এক শিল্পীকে ফের আবিষ্কার করল বলিউড।
সেই ছবিতেই মাত্র ১৫ মিনিটের দৃশ্যে পর্দা কাঁপিয়েছেন ধর্মেন্দ্র কনিষ্ঠ-পুত্র ববি দেওল। এই প্রথম নির্বাক ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ববি। ছবিতে তাঁর কোনও সংলাপ ছিল না।
রণবীর কাপুরের সঙ্গে মারামারি করেছেন এবং শেষে তাঁর মৃত্যুও ঘটেছে। ছেলে মুখে রক্ত তুলে মরে যাচ্ছে, এই দৃশ্য ববির মা ধর্মেন্দ্র প্রথম স্ত্রী প্রকাশ কৌর দেখেছেন এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
রীতিমতো অবসাদে চলে গিয়েছেন তারকা-মাতা। ববিকে ডেকেছিলেন তিনি। তাঁকে ধমক দিয়েছেন পরিবারের সক্কলের সামনে।
বলেছেন, “আর যেন না দেখি ববি। তুমি মরে যাচ্ছ, আর সেই দৃশ্য মা হয়ে আমি দেখব, সেটা যেন আর না হয় কোনওদিন।”
তারপর মাকে শান্তভাবে বুঝিয়েছেন ববি। বলেছেন, “মা এরকম কেন করছ। ওটা তো ছবি আর ওটা আমার অভিনয়। বাস্তব নয়।"
বাস্তবে এই দেখো, আমি তোমার সামনেই বসে আছি…” কিন্তু মায়ের মন কি মানতে চায়!