30 July,  2024

ব্যাঙ্কে লোন নিতে গিয়ে কেন অসম্মানিত অভিনেত্রী?

TV9 Bangla

credit: Social Media

বাড়ি কেনার জন্য ব্যাঙ্কে লোন নিতে গিয়ে ভোগান্তির একশেষ মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী সুমনা চক্রবর্তী। তাঁকে বলা হয়, “আপনাকে তো বাড়ি কেনার জন্য লোন দেওয়া যাবে না।”

মনমরা হয়ে যান অভিনেত্রী। আরব সাগরের স্বপ্ননগরীতে ভাগ্য খুলতে যান তিনি। স্বপ্ন ছিল একটাই, মনের মতো বাড়ি কেনার। কিন্তু তাঁকে যে ভরসাই করতে পারেনি ব্যাঙ্ক।

সম্প্রতি তিনি শুটিং সেরেছেন পরিচালক রোহিত শেট্টির ‘খাতরো কে খিলাড়ি’ সিজ়ন ১৪ শোয়ের জন্য। জানিয়েছেন, অভিনেত্রী হিসেবে অনিশ্চয় জীবন হওয়ার জন্য ব্যাঙ্ক তাঁকে লোন দিতে চাইছিল না।

সুমনা বলেছেন, “আমার আজও মনে আছে, ব্যাঙ্কে গিয়ে কী ব্যবহারটাই না পেয়েছিলাম। তাঁরা আমাকে লোন দিতে চাইছিলেন না।"

বলেন, "আমার তো মাসে-মাসে নির্দিষ্ট রোজগার ছিল না, তাই তাঁরা আমাকে ভরসা করতে পারছিলেন না। আমার সেদিন মনে হয়েছিল, ২০,০০০ টাকা আয় করা চাকুরিজীবী বলে অনায়াসেই লোনটা আমি পেয়ে যেতাম।" 

অভিনেত্রী বলেই নাকি সুমনাকে ব্যাঙ্ক লোন দিতে ভরসা পাচ্ছিল না। অভিনেতা-অভিনেত্রীদের প্রত্যেক মাসে কাজ থাকবেই, সেরকম নিশ্চয়তার জীবন তাঁদের নয়। 

তিনি বলেন, “এটা কিন্তু অভিনেতাদের কাছে একটা মস্ত বড় চ্যালেঞ্জ। কোভিডের মতো পরিস্থিতিতে সেই চ্যালেঞ্জ আরও বড় বলে মনে হয়েছিল।” তবে সুমনা স্বপ্নের বাড়ি কিনেছেন লোন নিয়েই।