বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী আলিয়া ভাট। তিনি সংসার করছেন বলিউডের নায়ক অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে।
২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেছিলেন আলিয়া-রণবীর। তার ঠিক কয়েক মাসের মধ্যে জানা যায় আলিয়া অন্তঃসত্ত্বা। জন্ম হয় তাঁদের কন্যা রাহার।
রাহার এখন ১৬ মাস বয়স। দারুণ মিষ্টি একটা বাচ্চা। আলিয়ার জীবন এখন পরিবার কেন্দ্রিক। কিন্তু কাজ ছেড়ে দেননি তিনি। চুটিয়ে অভিনয় চালিয়ে যাচ্ছেন এই কুইন।
আলিয়া ভাট পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। পরিচালক মহেশ ভাট এবং অভিনেত্রী সোনি রাজ়দানের কন্যা আলিয়া। ছোটবেলা থেকে তিনি ফোকাসড।
একবার এক টক শোতে গিয়ে বলেছিলেন যে, তিনি অভিনেত্রী হতে চান। কথা মতোই কাজ করেছেন আলিয়া। ছোট থেকেই নিজেকে প্রস্তুত করেছেন।
এই আলিয়া বাবা মহেশ ভাটের খুবই আদরের সন্তান। ছোটবেলায় মহেশের পা টিপে দিতেন আলিয়া। কিন্তু বিনাপয়সায় না।
বাবার পা টিপে দেওয়ার জন্য পারিশ্রমিক পেতেন আলিয়া। সেটাই ছিল তাঁর পকেট মানি। জানে কত টাকা পেতেন বাবার পা টিপে?
আজ থেকে ২৫-২৬ বছর আগে সেই টাকার অঙ্কটা নেহাত কম ছিল না। প্রতিবারই বাবার পা টিপে দিয়ে আলিয়া পেতেন ৫০০ টাকা। এবং সেটাই ছিল তাঁর কাছে অনেক বড় ব্যাপার। নিজেই জানিয়েছেন সেই তথ্য।