12 September 2023

'দ্যা ভ্যাক্সিন ওয়ার' ছবির ট্রেলারে আছে কী?

বিবেকরঞ্জন অগ্নিহোত্রীর নতুন ছবি 'দ্যা ভ্যাক্সিন ওয়ার'-এর ট্রেলার এখন আলোচনার নতুন বিষয়। 

করোনাকালে ভারতের ভ্য়াক্সিন তৈরির লড়াই এই ছবির উপজীব্য। 

ছবিতে অভিনয় করেছেন নানা পাটেকর, পল্লবী যোশীর মতো অভিনেতারা। 

বিশেষ চরিত্রে অভিনয় রয়েছেন অনুপম খের এবং রাইমা সেন। 

'দ্যা ভ্য়াক্সিন ওয়ার' মুক্তি পাবে ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর, অর্থাৎ কিছুদিন পরেই।

বিবেক অগ্নিহোত্রীর আগের ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' আলোড়ন ফেলেছিল সর্বত্র। 

তাঁর আগে মুক্তি পেয়েছিল 'তাশকন্ত ফাইলস'। সেই ছবিও কম আলোড়ন ফেলেনি।

এবার 'দ্যা ভ্যাক্সিন ওয়ার' কতখানি আলোড়ন সৃষ্টি করবে সেটাই দেখার বিষয়।