14 September 2023

কতদূর পড়াশোনা করেছেন শুভশ্রী? 

রিগ্রেসিভ মেসেজওয়ালা ছবি সম্পর্কে মন্তব্য করেছেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। কী বলেছেন তিনি শুনুন...

আসলে এই ধরনের ছবি তৈরির চেয়েও যে বিষয়টি বেশি আঘাত করে কিরণকে, তা হল এর আয়। ১০০ কোটি হলে তো কথাই নেই।

কিরণকে এই ধরনের বিষয় ভাবায় ভীষণভাবে। তিনি পরিচালক এবং ছবি নির্মাতাদের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করেছেন।

কারও নাম না করে তিনি বলেছেন, "আমার মনে হয় সকলেই ভাল ছবি তৈরি করতে চান। কিন্তু অনেককিছু পাল্টেছে।"

কিরণ মনে করেন, দর্শকের কাছে এখন অনেক অপশন রয়েছে। অনেক মাধ্যম রয়েছে। ফলে বাছাই খুবই গুরুত্বপূর্ণ। 

২০২২ সালে মুক্তি পেয়েছিল কিরণের প্রাক্তন স্বামী আমির খানের ছবি 'লাল সিং চাড্ডা'। সেই ছবি মুখ থুবড়ে পড়ে বক্সঅফিসে।

ছবির অন্যতম প্রযোজক ছিলেন আমির স্বয়ং। মুখ্য ভূমিকায় অভিনয়ও করেছিলেন তিনি। ছিলেন করিনা কাপুর খানও।

ছবি মুক্তির পর বয়কট বলিউড প্রচার কুপ্রভাব ফেলেছিল। যে কারণে ভাল ফল করতে পারেনি 'লাল সিং চাড্ডা'।

তারপর শাহরুখ খানের ছবি এবং দক্ষিণীদের বেশ কিছু ছবি হইহই করে মাতিয়েছে বক্স অফিস। আমির কি ঘুরে দাঁড়াতে পারবেন?