23 September 2023
বাবার জন্য কী পরিকল্পনা শাহরুখের?
শাহরুখ খানের বাবা মীর তাজ মহম্মদ ছিলেন এক তরুণ স্বাধীনতা সংগ্রামী। মা ফাতিমা ছিলেন সমাজসেব
িকা।
মেধা ও বুদ্ধির দিক থেকে তাঁর দু'জনেই ছিলেন তুখোড়। শাহরুখও সেই মতো তৈরি হয়েছেন।
তবে খুব অল্প বয়সে বাবা-মাকে হারিয়েছিলেন শাহরুখ খান। তাই অভিভাবকের অভাব সারাজীবন তাড়া করে বেরিয়েছে তাঁকে।
৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ছবি 'জওয়ান'। ৫০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে
ফেলেছে সেই ছবি।
১০০০ কোটি টাকার ব্যবসা করলে বাবা মীর তাজ মহম্মদের জন্য একটি পরিকল্পনা রয়েছে কিং খানের।
সম্প্রতি বেঙ্গালুরুতে কিং খানের ফ্যানেরা একটি অনুষ্ঠান আয়োজন করেছিল। শাহরুখের বাবা মীর তাজ মহম্মদের স্মৃতিতে ছিল সেই অনুষ্ঠান।
সেখানে শাহরুখ জানান, 'জওয়ান' ১০০০ কোটি টাকার ব্যবসা করলে তিনি বাবার ফাউন্ডেশনের পক্ষ থেকে ছবির বিভিন্ন শোয়ের আয়োজন করবেন।
'জওয়ান' ছবিতে রয়েছে বাবা-ছেলে রসায়ন। অনেকটা 'দ্যা লায়ন কিং' থেকে ধার করা বিষয়। তাই বাবাকে কিছু দিতে চান কিং খান।
আরও পড়ুন