শাহরুখের হাজতবাস! অটোগ্রাফ দিয়ে মেলে মুক্তি  

29 September 2023

তিনি বলিউডের বেতাজ বাদশাহ। মাঝে কিছুটা সময় খারাপ যাচ্ছিল ঠিকই। তবে পুরনো সাম্রাজ্য আবারও ফিরে পেয়েছেন কিং খান। 

যত নাম তত বিতর্ক-- এ কথা কারও অজানা নয়। তাই দীর্ঘ কেরিয়ারে মাঝেমধ্যেই বিতর্ক এসে জড়িয়ে ধরেছে তাঁকে। পড়তে হয়েছে সমালোচনার মুখে।

একবার এক ঘটনায় শাহরুখকে দৌড়তে হয় থানাতেও। এমনকি হাজতবাসও হয় তাঁর। পরে যদিও সবটা মিটমাট হয়ে যায়। তবে সেই ঘটনা নিয়েও আজও হয় চর্চা।

কী ঘটেছিল তাঁর সঙ্গে?  তখন কিং খান রাজা হননি। সাল ১৯৯২। একবার এক সাংবাদিক শাহরুখকে নিয়ে এক নেতিবাচক প্রতিবেদন বের করেছিলেন, এই ঘটনা ভীষণ ভাবে নাড়া দিয়েছিল তাঁকে।

তিনি সোজা চলে যান ওই সাংবাদিকের অফিসে। তাঁকে অনুরোধ করেন ওই প্রতিবেদন সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু সাংবাদিক কিছুতেই রাজি হননি। শাহরুখ রেগে যান। 

শুরু করে দেন হাতাহাতি। ওদিকে সাংবাদিকও ছাড়ার পাত্র নন। তিনি পাল্টা শাহরুখের নামে থানায় অভিযোগ দায়ের করে আসেন।

ফলস্বরূপ বান্দ্রা পুলিশ এসে শাহরুখকে পুরে দেন লকআপে। তাঁর হয় হাজতবাস। তবে কিছু সময়ের পরেই যদিও মুক্তি পান শাহরুখ। 

কী করে জানেন? শর্ত হয় পুলিশকে অটোগ্রাফ দিলেই তবেই তিনি ছাড়া পাবেন। শাহরুখও শর্ত মেনে নেন। আর সঙ্গে সঙ্গেই সেখান থেকে ছাড়া পান তিনি। পরে যদিও ওই সাংবাদিকে কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি।