22 September 2023
বয়স হলেই চুল পড়বে শাহিদের?
কে বললেন কথাটা? বললেন, খোদ শাহিদ কাপুরের বাবা পঙ্কজ কাপুর। কিন্তু কেন এমন কথা বললেন তিনি?
তার কারণ, এই কাপুর পরিবারে একটা সময়ের পর সকলেরই মাথায় টাক পড়ে। পঙ্কজের টাক আছে মাথায়। নিয়ম মতো শাহিদেরও টাক পড়ার কথা।
কিন্তু শাহিদ কাপুরের মাথা দেখলে কেউ কি তা বলবেন? শুরু থেকেই মাথা ভর্তি চুল শাহিদের।
প্রত্যেক ছবিতে শাহিদের মাথার চুল আলাদা করে আকর্ষণের কেন্দ্রে থাকে। লুকে আসে আলাদা জৌলুস।
সেই মাথায় যদি টাক পড়ে, তা হলে তো চলবে না। তেমনটাই আশঙ্কা পঙ্কজের।
পঙ্কজ মনে করেন, এখন ঠিক আছে। কিন্তু মাথায় টাক থাকলে এর পরে হিরো হিসেবে কাজ পেতে অসুবিধা হবে শাহিদের।
'জব উই মেট' থেকে শুরু করে 'কবীর সিং' প্রত্যেক ছবিতেই শাহিদের হেয়ার স্টাইল অন্যমাত্রা যোগ করে।
বিকাশ বহলের 'শানদার' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন পঙ্কজ কাপুর এবং শাহিদ কাপুর। এরপর কৃতি শ্যাননের সঙ্গে একটি কমেডি ছবিতে দেখা যাবে শাহিদকে।
আরও পড়ুন