21 September 2023
কার থেকে নতুন করে অনেক কিছু শিখছেন করিনা?
২১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে করিনা কাপুর খান অভিনীত ছবি 'জানে জা'। ছবিকে কেন্দ্র করে নানা সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী।
সেই সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন, তাঁর স্বামী সইফ আলি খানকে দারুণ একজন অভিনেতা হিসেবে গণ্য করেন করিনা।
জানিয়েছেন, সইফের থেকেই অনেককিছু শিখেছেন তিনি। সইফকে বিয়ে করে জীবনটাই পাল্টেছে অভিনেত্রীর।
পরিচালক সুজয় ঘোষের সঙ্গে এই প্রথম কোনও ছবিতে কাজ করছেন করিনা। রহস্য-রোমাঞ্চে ভরা তাঁর এই ছবির প্লট।
'জানে জা'র পর পরিচালক হনসল মেহতার সঙ্গে একটি ছবিতে অভিনয় করবেন নবাব-ঘরণী।
সেই ছবির নাম 'দ্যা বাকিংহাম মার্ডার্স'। লন্ডনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হবে ছবিটি।
তারপর রিয়া কাপুরের একটি ছবিতে কাজ করবেন করিনা। ছবির নাম 'দ্যা ক্রু'। তব্বু এবং কৃতি শ্যাননও অভিনয় করেছেন সেই ছবিতে।
আপাতত 'জানে জা'র স্ট্রিমিং নিয়ে ভীষণ এক্সাইটেড অভিনেত্রী করিনা কাপুর খান। দর্শকের কেমন প্র
তিক্রিয়া পান, তা নিয়ে তিনি বেশ আশাবাদী।
আরও পড়ুন