এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাট। তাঁর অভিনীত প্রায় সবকটি ছবি হিট। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল তার ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'।
ওই ছবি বক্স অফিসে বেশ হিট হয়েছিল। ২০২২ সালে রণবীর কাপুর কে বিয়ে করেন আলিয়া ভাট। এর আগে দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক ছিল তাঁদের।
আলিয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন ছোটবেলা থেকেই রণবীর কাপুরের প্রতি ক্রাশ ছিল তাঁর। তাঁকে তিনি বিয়ে করতে পারবেন তা কোনওদিন নিজেই ভাবেনি, আলিয়া।
কিন্তু তাঁর সেই স্বপ্ন সত্যি হয়েছিল। তবে রণবীর আলিয়ার জীবনে একমাত্র পুরুষ ছিলেন এমনটা কিন্তু নয়। এর আগেও বহুবার সম্পর্কে জড়িয়েছেন আলিয়া ভাট। কে ছিলেন আলিয়া ভাটের প্রথম বয়ফ্রেন্ড ?
সূত্র জানাচ্ছে তারপর প্রথম বয়ফ্রেন্ডের নাম ছিল রমেশ দুবে। মুম্বইয়ের বিখ্যাত যমুনা বাই স্কুলে একসঙ্গে পড়াশোনা করতেন রমেশ ও আলিয়া। সেখান থেকেই আলাপ হয়। কিন্তু আলিয়া বলিউডে পা রাখার আগে সে সম্পর্ক ভেঙে যায়।
এরপরে আলিয়া সম্পর্কে সব জড়ান আলি দাদরাকরের সঙ্গে। যদিও সেই সম্পর্ক স্থায়ী হয়নি। শোনা যায় তিনি বলিউডে প্রবেশ করা মাত্রই আলিয়ার ব্যবহার বদলে গিয়েছিল। ব্যাপারটা মোটেও ভালোভাবে নেননি, আলি।
আর সে কারণে ভেঙে যায় সম্পর্ক। তবে সে সবই অতীত। এই মুহূর্তে রণবীর কাপুরের সঙ্গে সুখে সংসার করছেন আলিয়া ভাট। তাঁদের এক মেয়েও রয়েছে, যার নাম রাহা কাপুর।
একই সঙ্গে কাজও চলছে চুটিয়ে। সব মিলিয়ে জমজমাট তাঁর জীবন। হাতে রয়েছে একগুচ্ছ ছবি।