23 September 2023

কেন 'জওয়ান'-এ অভিনয় করলেন না ঐশ্বর্য?

'জওয়ান' ছবিতে নাকি অভিনয় করার কথা ছিল ঐশ্বর্য রাই বচ্চনের। কিন্তু শেষমেশ তিনি অভিনয় করেননি। 

ঐশ্বর্যকে নাকি কাস্ট করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের জায়গায়। কাকতালীয়ভাবে দীপিকার চরিত্রের নাম ছিল ঐশ্বর্যই।

দীপিকাকে কাস্ট করা হয়েছিল শাহরুখ খানের বিপরীতে। ছবিতে দ্বৈতচরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। 

একদিকে তাঁকে দেখা যায় বাবার চরিত্রে। অন্যদিকে ছেলের চরিত্রেও। বাবার চরিত্রের বিপরীতে ছিলেন দীপিকা। 

অর্থাৎ, ছেলে শাহরুখের মায়ের চরিত্রেও ছিলেন দীপিকাই। যদিও ঐশ্বর্যর কাছেই আগে অফার গিয়েছিল। 

তেমনটা হলে দীর্ঘ দুই দশক পর শাহরুখ-ঐশ্বর্য কাজ করতেন একসঙ্গে। 'দেবদাস' ছবির পর আর তাঁদের একসঙ্গে দেখা যায়নি সেইভাবে। 

কিন্তু কেন 'জওয়ান'-এ কাজ করলেন না ঐশ্বর্য? অতীতে শাহরুখের সঙ্গে আর কাজ না করার তিক্ততাই কি এসেছিল মাঝখানে?

এক নেটিজ়েনের বক্তব্য, ঐশ্বর্যই হয়তো ছবিতে আর নাচতে চান না এখন। সেই কারণেই তিনি 'জওয়ান'-এ অভিনয় করেননি?