দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে কিয়ারা আডবাণী, পরিণীতি চোপড়া--বর্তমানে প্রায় সব বলিউড অভিনেত্রীরাই ভারী ওজনের ল্যাগেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিন্তু সেক্ষেত্রে আলিয়া ভাট এক্কেবারে ব্যতিক্রমী।
বিয়েতে আলিয়া ভাট পরেছিলেন একটি সুন্দর রুপোলি জরির শাড়ি। শাড়ির ডিজ়াইনার কলকাতার সব্যসাচী মুখোপাধ্যায়। তখন থেকেই অনেকের জিজ্ঞাস্য ছিল, আলিয়া কেন শাড়ি পরলেন বিয়েতে।
এই প্রশ্নের উত্তর দিয়েছেন আলিয়া স্বয়ং। তিনি জানিয়েছেন, শাড়ি তাঁর অত্যন্ত প্রিয় পোশাক এবং এই শাড়িতেই তিনি বেশ স্বাচ্ছন্দ্য। ফলে বিয়ের পোশাক হিসেবে বেছে নিয়েছিলেন শাড়িকেই।
কেবল তাই নয়। আলিয়ার শাড়ির প্রীতি রীতিমতো সমাদৃত। বড় পর্দাতেও শাড়ি পরতে পিছপা নন অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিটি। ছবিতে নানা ধরনের শিফন শাড়িতেই দেখা গিয়েছে আলিয়াকে।
তার আগে মুক্তি পায় ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিটি। সেই ছবিতেও সাদা শাড়িতে হংসের মতো সুন্দর লেগেছে আলিয়াকে। তিনি সুন্দরভাবে ক্যারি করেছেন ভারতের জাতীয় পোশাক।
আলিয়া আধুনিক যুগের মেয়ে। তাঁর শাড়ি প্রীতি অনেককেই অনুপ্রেরণা জোগাচ্ছে। মন ছুঁয়ে যাচ্ছে অনেকের। তাঁর পরা শাড়িগুলিও ট্রেন্ড করছে ভাল মতোই।
ইদানিং, বিয়েতে তাঁর শাড়ি পরার কারণ শুনে জেন ওয়াই মুগ্ধ হয়েছেন। তাঁরা নিজেরাও স্থির করছেন বিয়েতে শাড়িই পরবেন।
সম্প্রতি শুটিংয়ে ব্যস্ত আছেন করণ জোহরের প্রিয় স্টুডেন্ট। করণের পরবর্তী ছবি 'জিগরা'তে অভিনয় করছেন আলিয়া। সেই ছবিতে প্রযোজনাও করছেন অভিনেত্রী। শুটিংয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। শেয়ার করেছেন নিজের অভিজ্ঞতা।