কিছুদিন আগেই 'দ্যা কাশ্মীর ফাইলস', 'দ্যা কেরালা স্টোরি'র মতো ছবিকে 'ডিস্টার্বিং'-এর তকমা দিয়েছেন ভারতীয় অভিনেতা নাসিরউদ্দিন শাহ। তাই নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে।
এবার তিনি মুখ খুললেন আরো দুটি ব্লকবাস্টার ছবির সম্পর্কে। দুটি ছবিই দক্ষিণী ঘরানায় তৈরি। এবং দর্শকের অত্যন্ত প্রিয়।
একটি ছবির নাম 'পুষ্পা: দ্যা রাইজ়'। অন্যটি 'আর আর আর'। এই ছবি দুটিকে খুব একটা ভালো নম্বর দিতে চাননি নাসিরউদ্দিন শাহ।
যে ছবি বিশ্ব বাজারে কোটি-কোটি টাকার আয় করেছে। এনে দিয়েছে অস্কারও। তাকে কেন তোয়াক্কা করছেন না নাসির।
এর নিদারুণ ব্যাখ্যা দিয়েছেন অভিনেতা। চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করতেও ছাড়েননি। বলিউডের একটু অন্য ধরার ছবির অভিনেতা এই তারকা।
নাসির সাফ জানিয়েছেন, 'আর আর আর' এবং 'পুষ্পা'র মতো ছবি মানুষের মনে কেবলই বিনোদন জোগায়। তার বেশি কিছুই নয়।
নাসির বলেছেন, এই ধরনের ছবিতে বিনোদন ছাড়া আর কোনও কিছুর উপস্থিতি নেই। এবং সেই কারণেই তিনি কোনও নম্বর দেবেন না এদের।
নাসির মনে করেন, বর্তমান ভারতের যুবসমাজ পছন্দ করে ছোট ছবি, যে ছবিতে রয়েছে সামাজিক বার্তা। যদিো মনিরত্নমের 'পন্নিইন সেলভান'কে বাহবা জানিয়েছেন তিনি।