এক সময় অনুরাগীদের মন ব্যাকুল করে তুলেছিলেন সুন্দরী অভিনেত্রী দিয়া মির্জ়া। ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ ছবিতে তাঁকে কে ভুলতে পারে?
বিয়ে করে পুরোপুরি সংসারী হয়েছেন দিয়া। তাঁর স্বামীর দুটো বিয়ে। প্রথম বিয়ে থেকে রয়েছে এক সন্তানও। সেই কন্যার নাম সামায়রা।
অভিনেত্রীকে কি মায়ের আসনে বসাতে পড়েছেন সামায়রা? দিয়া মির্জ়ার সঙ্গে দারুণ ভাল সম্পর্ক সামায়রার। অনেকটা বন্ধুর মতো তাঁরা দু’জনে।
কিন্তু অভিনেত্রীকে আজ পর্যন্ত মা বলে ডাকেনি সামায়রা। অভিনেত্রীর সৎ কন্যা তাঁকে ডাকেন দিয়া নামেই। অর্থাৎ, নাম ধরেই। আসলে দিয়া সম্পর্কে বিশ্বাসী।
তাঁকে সন্তান মা বলে ডাকল, নাকি নাম ধরে ডাকল, তাতে তাঁর কিছুই যায় আসে না। এক সাক্ষাৎকারে দিয়া একবার বলেছিলেন, “আমার কিছু যায় আসে না।"
বলেন, "আমার ছেলে অভ্যানও আমাকে মাঝেমধ্য়ে মা বলে ডাকে না। দিয়া কিংবা দিয়া মা বলেও ডাকে।” মেয়ে সামায়রার প্রসঙ্গে দিয়া বলেছিলেন, “আমার মেয়ে আমাকে মা বলে ডাকে না।"
তেমনটা নাকি আশাও করেন না দিয়া। বলেন, "ওর নিজের জন্মদাত্রী মা রয়েছেন। ও তাঁকেই মা বলে ডাকে এবং সেটাকেই আমি স্বাভাবিক বলে মনে করি। আমাকে সামায়রা নাম ধরেই ডাকে।”
দিয়ার এত কথা বলার বক্তব্য একটাই, যেখানে সম্মান থাকে, সেখানে আর কিছুরই প্রয়োজন পড়ে না। ২০২১ সালে প্রেমিক বৈভব রেখিকে বিয়ে করেছিলেন দিয়া মির্জ়া।