আল্লু অর্জুনের সঙ্গে 'পুষ্পা' ছবিতে অভিনয় করে লাইমলাইটে এসেছিলেন রশ্মিকা মন্দানা। পুষ্পা মুক্তি পেয়েছিল ২০২২ সালে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।
ছবিতে শ্রীবল্লির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন রশ্মিকা। এই সর্বভারতীয় ছবি জীবনে অনেক কিছু এনে দিয়েছে রশ্মিকাকে।
তারপর বলিউডের নানা পরিচালক এবং প্রযোজনা সংস্থার সঙ্গে দেখা করেন রশ্মিকা। হিন্দি ছবির জগতে নিজের জায়গা পাকা করতে এগিয়ে যান তিনি।
সুযোগও আসে অভিনেত্রীর কাছে। অমিতাভ বচ্চন এবং নীনা গুপ্তার মেয়ের চরিত্রে 'গুড বাই' ছবিতে অভিনয়ের করেন দাপটের সঙ্গে।
অনেকদিন থেকেই লাইমলাইটের বাইরে রশ্মিকা। বলিউডে তাঁর আর কোনও নতুন ছবির খবরও আসেনি সেইভাবে।
তবে তাঁর প্রাক্তন প্রেমিক ফের উল্লেখ করেছেন রশ্মিকার। ২০১৭ সালে দক্ষিণ ভারতীয় অভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছিলেন রশ্মিকা।
তারপর সেই সম্পর্ক তিনি ভেঙেও দিয়েছিলেন। শোনা গিয়েছিল, রক্ষিতের সঙ্গে সমস্ত যোগাযোগই নাকি বন্ধ করেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি রক্ষিত কিছু খবর দিয়েছেন রশ্মিকা সম্পর্ক।
রক্ষিত জানিয়েছেন, কেরিয়ারে এগিয়ে যেতে চেয়েছিলেন রশ্মিকা। তাঁদের নাকি এখনও যোগাযোগ রয়েছে। প্রাক্তন প্রেমিকাকে শুভকামনাও জানিয়েছেন তিনি।