নতুন প্রেম খুঁজে পেলেন শ্রাবন্তীর 'প্রাক্তন'?

1 September 2023

কে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রেমিক? তা নিয়ে সাধারণে মধ্যে গুঞ্জন বিস্তর। বারেবারেই নানা মানুষের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। 

তাঁর বিয়ে ভাঙা নিয়ে কম চর্চা হয়নি। অভিরূপ নাগ চৌধুরীকে মনে আছে? 

রোশন সিংয়ের সঙ্গে বিচ্ছেদের (আইনি বিচ্ছেদ হয়নি এখনও) পর এই ব্যক্তির সঙ্গেই শ্রাবন্তীর প্রেমের চর্চা শুরু হয় নেটপাড়ায়

জানা যায়, শ্রাবন্তী ও তিনি একই আবাসনে থাকেন।  পেশায়  তিনি ব্যবসায়ী।

শ্রাবন্তীর ফ্ল্যাটে অভিরূপের জন্মদিন সেলিব্রেশনের ছবিও সামনে আসে,পার্টিতে দেখা গিয়েছিল অভিনেত্রীর বাবা-মা, দিদি স্মিতা চট্টোপাধ্যায়কেও।

এর পর আরও বহু ছবিতে একসঙ্গে দেখা মিলেছে শ্রাবন্তী ও অভিরূপের। এমনকি তনুশ্রী চক্রবর্তীর প্রাক্তন প্রেমিক, নুসরত ও যশের সঙ্গে পার্টি করতেও দেখা গিয়েছে শ্রাবন্তী ও অভিরূপকে।

যদিও গত বছরে শেষে তাঁদের বিচ্ছেদ হয়। এমন খবরই সামনে এসেছিল। সম্প্রতি এক মহিলার সঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি। 

সূত্র বলছে, ইনিই তাঁর নতুন প্রেমিকা। এই মুহূর্তে জমিয়ে চলছে তাঁদের প্রেম।