ছিল বন্ধু স্পেশাল এপিসোড। ‘দিদি নম্বর ওয়ান’-এর এসেছিলেন ছোট পর্দার অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং তাঁর ছোটবেলার স্কুল জীবনের বন্ধু দেবাঞ্জনা মাঝি।
গেম শোয়ে এসে স্কুলের নানাকথা সঞ্চালিকা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্ত করেছেন ঈপ্সিতা। চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সেই আলোচনার মধ্যে। জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় চিটিং করতে গিয়ে ধরা পড়েছিলেন ঈপ্সিতা।
পরীক্ষা দিতে-দিতে দেবাঞ্জনাকে একটি বানান জিজ্ঞেস করতে গিয়েই ধরা পড়েছিলেন ঈপ্সিতা। ঘটনার কথা জানতে পেরে রচনা বলেছিলেন, “বুঝতেই পারছি কত ভাল ছাত্রী ছিলে তুমি।”
ক্লাস সিক্স থেকে একসঙ্গে লেখাপড়া করতেন ঈপ্সিতা এবং দেবাঞ্জনা। ক্লাস সেভেনে ওঠার পর থেকে তাঁদের বন্ধুত্ব গাঢ় হয়। হয়ে ওঠেন হরিহর আত্মা।
মাধ্যমিক পরীক্ষার সময় দেবাঞ্জনার সিট কিছুটা হলেও দূরে ছিল ঈপ্সিতার থেকে। দু’জনের পরে বসেছিল দেবাঞ্জনা। পরীক্ষায় লিখতে-লিখতে বানান নিয়ে সংশয় জেগেছিল ঈপ্সিতার মনে।
ফিসফিস করে বানান জিজ্ঞেস করেন। দূর থেকে বান্ধবীর ঠোঁট নাড়া বুঝতে পারছিলেন না দেবাঞ্জনা, তাই নিজের সিট ছেড়ে উঠে চলে আসেন ঈপ্সিতার কাছে।
পরীক্ষা চলাকালীনই গার্ডের নজরে পড়েন। তিনি খাতা টেনে নিয়েছিলেন। তারপর পাঁচ মিনিট ধরে খাতা ফেরত দিচ্ছিলেন না। বিষয়টি ঈপ্সিতার স্কুলেও জানানো হয়েছিল।
প্রিন্সিপাল এসেছিলেন পরীক্ষা শেষ দিনে। ধমকের সুরে ইপ্সিতা বলেছিলেন, “তুমি নাকি চিটিং করেছ! ছিঃ ছিঃ...”