কোন দেবতালে তুষ্ট রাখতে সিঁদুর পরতে হয়? শ্রুতির উত্তর...
এই প্রথম সহ অভিনেতা গৌরব রায় চৌধুরীর সঙ্গে 'দাদাগিরি'তে হাজির হয়েছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। অঞ্চে দাঁড়িয়ে আবেগঘন হয়ে পড়েন তিনি।
তবে শুধু আবেগঘনই নয়, নিজস্ব স্টাইলে শ্রুতিকে ছক্কা দিতেও ভুললেন না সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সব ছক্কা কীভাবে সামলালেন তিনি?
শ্রুতিকে প্রশ্ন করা হয়, "শাস্ত্র মতে শরীরের বিভিন্ন স্থানে দেবতারা অধিস্থান করেন। কোন দেবতাকে তুষ্ট রাখতে বিবাহিত মহিলারা কপালে সিঁদুর পরেন?’
তিনটি অপশনও দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। জবাবের অপশনে ছিল শিব, বিষ্ণু, ব্রহ্মা। কয়দিন আগেই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে বিয়ে করেন শ্রুতি।
সে কথা মনে করিয়ে দেন সৌরভও। অনেক আলাপ-আলোচনার পর প্রথমে শিব বলেন শ্রুতি। যদিও একদম শেষ মুহূর্তে নিজের উত্তর বদলে দিতে দেখা যায় তাঁকে।
তিনি বলেন, 'ব্রহ্মা'--- ভাগ্যিস! বদলে ছিলেন শ্রুতি। কারণ ওটিই যে ছিল সঠিক উত্তর। শাস্ত্র মতে, স্বয়ং ব্রহ্মা কপালে অধিষ্ঠান করেন। ব্রহ্মাকে সম্মান জানাতে ও তুষ্ট রাখতে সিঁদুরের চল।
শুধু তাই নয়, আরও নানা প্রশ্নের উত্তর বেশ ভালভাবেই সামলে নেন শ্রুতি। বুঝিয়ে দেন, 'হাম কিসিসে কম নহি'। সে যাই হোক...
গৌরব রায় চৌধুরীর সঙ্গে এটি তাঁর দ্বিতীয় ধারাবাহিক। প্রথম ধারাবাহিক ছিল 'ত্রিনয়নী'। সেটি হিট হয়েছিল। এই ধারাবাহিকেরও টিআরপি মন্দ নয়।