09 July,  2024

সহবাস করে অস্বীকার! আমিরের রয়েছে 'অবৈধ' সন্তান? 

TV9 Bangla

credit: Social Media

দুই স্ত্রীর সঙ্গেই বিচ্ছেদ হয়েছে আমির খানের। তাঁর প্রথম স্ত্রী রিনা দত্ত। ও দ্বিতীয় স্ত্রী হলেন কিরণ রাও। বিচ্ছেদ হলেও তাঁদের দু'জনের সঙ্গেই কিন্তু আমির খানের সম্পর্ক বেশ ভাল। সে উদাহরণ মেলে হামেশাই।

এই মুহূর্তে নিজেকে সিঙ্গল বলেই দাবি তাঁর। তবে জানেন কি একদা এক খবরে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব! আমির খানের অবৈধ সন্তান দাবি করে নাম উঠে এসেছিলেন এক বালকের। কে সেই বালকের মা জানেন?

শুনলে চমকে যেতেই পারেন আপনি। ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে ভালই সখ্য ছিল আমিরের, জানা যায় এমনটাই। এও শোনা যায় সেই সম্পর্কই নাকি গড়ায় প্রেমে।

শোনা যায়, দীর্ঘদিন লিভ ইনেও ছিলেন তাঁরা। আর এমতাবস্থাতেই নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন জেসিকা। তবে এর পরেই ট্যুইস্ট। এও শোনা যায়, সেই সময় আমির বিবাহিত। বাবার দায়িত্ব পালনে তিনি নাকি রাজি হননি।

জেসিকার কাছে নাকি এক চরম শর্ত দিয়েছিলেন আমির খান। কী ছিল সেই শর্ত? সম্পর্কে থাকতে গেলে নাকি সন্তান নষ্ট করতে হবে-- এমনটাই শর্ত দেন আমির খান, জানিয়েছিল জেসিকার ঘনিষ্ঠ মহল।

জেসিকার কাছে নাকি এক চরম শর্ত দিয়েছিলেন আমির খান। কী ছিল সেই শর্ত? সম্পর্কে থাকতে গেলে নাকি সন্তান নষ্ট করতে হবে-- এমনটাই শর্ত দেন আমির খান, জানিয়েছিল জেসিকার ঘনিষ্ঠ মহল।

জেসিকা চেয়েছিলেন সন্তানকে বাঁচাতে। সেই মতোই আমিরের সঙ্গে সম্পর্ক নষ্ট করে তিনি জন্ম দেন পুত্র সন্তানের, নাম দেন জান। ২০১৫ সালে ছেলেকে নিয়ে মুখ খুলেছিলেন জেসিকা।

জানিয়েছিলেন ছেলে মডেলিংকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। আমিরকে সন্তানের বাবা হিসেবে উল্লেখও করেছিলেন তিনি। আমির যদিও নিরুত্তর। আজও এ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি তাঁকে।