দক্ষিণী তারকা বিজয় অ্যান্টনির ১৬ বছরের কন্যা মীরার মৃত্যু ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে সক্কলকে। প্রশ্ন উঠতে শুরু করেছে ছাত্র-ছাত্রীদের মানসিক স্বাস্থ্য নিয়ে।
তরুণ-তরুণীদের মানসিক স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করছেন দক্ষিণ ভারতীয় তারকার। অনেকেই মুখ খুলেছেন।
যেমন কমল হাসান। ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি নিজের জীবনের এক হটকারী সিদ্ধান্তের কথাও বলেছেন তিনি।
সম্প্রতি এক আলোচনা সভায় বক্তা হিসেবে গিয়েছিলেন কমল। সেখানে গিয়ে বলেছেন, আত্মঘাতী হতে চেয়েছিলেন তিনিও।
তখন তাঁর বয়স ছিল মাত্র ২১ বছর। নিজের জীবনটাকে শেষ করে দিতে চেয়েছিলেন তারকা। কিন্তু পারেননি। নিজেকে আটকেছিলেন।
আসলে অভিনয় জীবনে সাফল্য পাচ্ছিলেন না কমল হাসান। সামদৃত হচ্ছিলেন না আশা অনুযায়ী। ভেবেছিলেন, আর না। এই জীবন তিনি রাখবেন না।
কমল জানিয়েছিলেন, তাঁর মতো শিল্পীকে চিনতেই পারছিল না ইন্ডাস্ট্রি। কিন্তু গুরুজির পরামর্শই বাঁচিয়ে দিয়েছিল তাঁকে।
কমল হাসানের গুরু বলেছিলেন, "আত্মহত্যার চিন্তা মাথা থেকে বের করে দাও। জীবন অনেক সুন্দর। নিশ্চয়ই সফল হবে। সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।"