11 September 2023 বিয়ে করলেন 'ক্যাপ্টেন আমেরিকা' ক্রিস
তাঁর ক্লিন শেভড লুক, তাঁর হাতে আঁকা ছবির মতো মুখের আদল ঘায়েল করেছিল সারা বিশ্বের মহিলাদের। তিনি আর একাকী নন। তাঁর জীবনে এসে প্রেমে।
কেবল প্রেম আসেনি। তিনি বিয়ে করে বসে আছেন। এই খবর আসতেই হাজার-হাজার মেয়ের মন ভেঙে খান-খান।
মার্ভেলের অ্যাভেঞ্জার্সদের মধ্যে অন্যতম চরিত্র ক্যাপ্টেন আমেরিকা। বছরের পর-বছর অভিনয় করছেন ক্রিস। তাঁর অন্যান্য অভিনয়ও রয়েছে। কিন্তু ক্যাপ্টেন আমেরিকা সক্কলের মন ছুঁয়ে গিয়েছে।
ক্রিস যাঁকে বিয়ে করেছেন, সেই মেয়েটি তাঁর চেয়ে ১৬ বছরের ছোট। পেশায় তিনিও একজন অভিনেত্রী। তিনি পর্তুগালের মেয়ে। তাঁর নাম অ্যালবা ব্যাপটিস্টার।
অ্যালবা নন, প্রথমে ক্রিসই পড়েছিলেন তরুণী অভিনেত্রীর প্রেমে। লুকিয়ে রাখেননি সম্পর্কও। এক সাক্ষাৎকারে বলেও ছিলেন প্রেমিকার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছেন তিনি।
তাঁর সেই সাক্ষাৎকারের এক বছরের মধ্যে বিয়ে করলেন দুই তারকা। বিয়েতে এসেছিলেন অ্যাভেঞ্জার্স সুপারহিরোর সকল অভিনেতারাই।
ক্রিসের এখন বয়স ৪২ বছর। অন্যদিকে অ্যালবা মাত্র ২৬। কিন্তু বয়সের এই ব্যবধান কখনওই বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের মধ্যে।
অন্যান্য বলিউডের অভিনেতাদের মতো ঘন-ঘন প্রেমে পড়া ও একাধিক বিয়ের রেকর্ড নেই ক্রিসের। নিজের ব্যক্তিজীবন লুকিয়ে না রাখলেও, জসিপ থেকে অনেকটাই দূরে ছিলেন ক্রিস।