বাংলাদেশ থেকে এপার বাংলার টলিউডে কাজ করতে আসা নতুন কোন বিষয় নয়। বিগত কয়েক বছরে উদাহরণ আছে প্রচুর।
জয়া আহসান, মোশারফ করিম আগেই এপার বাংলার অভিনয় করেছেন। সমাদৃত হয়েছেন দর্শকের মনে।
তাঁদের মতোই সাম্প্রতিককালে ওপার বাংলা থেকে এপারে এসে কাজ করছেন চঞ্চল চৌধুরী, তাসনিয়া ফারিনের মতো তারকারাও।
কিছুদিন আগে নিশো কাজ করে গিয়েছেন চুটিয়ে। এবার বাংলাদেশ থেকে উড়ে এলেন জ়িয়াউল ফারুক অপূর্ব।
পরিচালক প্রতিম ডি গুপ্তর পরবর্তী ছবি 'চালচিত্র'র শুটিং চলছে কলকাতায়। তাতে অভিনয় করছেন টোটো রায়চৌধুরী, সন্দীপ মহেশ্বরীর মতো অভিনেতারা।
এই ছবিতেই অপূর্বকে দেখা যাবে এক পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে। এটি নিঃসন্দেহে অপূর্ব-অনুরাগীদের কাছে দারুণ একটা খুশির খবর।
বাংলাদেশের নাটক লিখে যদি ইউটিউবে সার্চ করা হয়, তা হলে পরপর চলে আসে যে নাটক, তার অধিকাংশেই পাওয়া যাবে জ়িয়াউল ফারুক অপূর্বর উপস্থিতি।
বিগত বেশকিছু বছর ধরে দুর্দান্ত কিছু বাংলাদেশি নাটকের প্রধান চরিত্র অপূর্ব। কেবল রোম্যান্টিক হিরো নয়, সামাজিক এবং পারিবারিক গল্পেও দারুণ দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি।