26 December 2023
'...আমার যে কী হত', অনুপমকে ইমন
credit: Facebook
TV9 Bangla
তিনি আগেই গলা ছেড়ে রবীন্দ্রসঙ্গীত গাইতেন। কিন্তু তিনি বিখ্য়াত হয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত 'প্রাক্তন' ছবিতে একটি গান গেয়ে।
সেই গানটি 'তুমি যাকে ভালবাসো'। গানটির লেখক অনুপম রায় এবং গানটিতে সুরও দিয়েছেন তিনিই। অনুপম সেই অর্থে গানেটির জনক।
গানটি গেয়ে ভারতজোড়া নাম হয়েছে ইমনের এবং তিনি খ্য়াতির শীর্ষে উঠে গিয়েছেন। লোকের রিলসে, রিংটোনে বেজেছে 'তুমি যাকে ভালবাসো'।
কেবল তাই নয়, এই গানের জন্যই জাতীয় পুরস্কার পেয়েছেন ইমন। তাই অনুপম রায়ের কাছে তাঁর ঋণের শেষ নেই।
সোশ্য়াল মিডিয়া পোস্ট করেছেন ইমন। এবং তাতে তিনি একটি ছবি পোস্ট করেছেন অনুপম রায়ের সঙ্গে। এক ছাদে তোলা সেই ছবি।
তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ইমনের ক্য়াপশন। তাতে তিনি অনুপমের কাছে ঋণ স্বীকার করে নিয়েছেন।
ইমন লিখেছেন, "তুমি গান না বানালে আমার যে কী হত।" সেই সঙ্গে লাল রঙের হৃদয়ও পোস্ট করেছেন গায়িকা।
তাতে ভেসে এসেছে অনুপমের জবাবও। তিনি লিখেছেন, "আরও ভাল হত"। নেটিজ়েনদের পাল্টা প্রশ্ন, "এবার কি এরা দু'জনে বিয়ে করবে নাকি?"
আরও পড়ুন