14  March, 2024

কত কোটির মালিক অরিজিৎ? 

TV9 Bangla

credit: Pinterest

অরিজিৎ সিং-- সঙ্গীত দুনিয়ায় তাঁর ভক্তসংখ্যা অগুণতি। বরাবরই তাঁর নিজস্ব স্টাইলের মাধ্যমে দর্শকমনে জায়গা করে এসেছেন তিনি।

এই মুহূর্তে ভারতের ধনী গায়কদের মধ্যে তাঁর নাম রয়েছে প্রথম সারিতে। অথচ তাঁর জীবনযাত্রা দেখলে তাজ্জব হয়ে যাবেন যে কেউ।

তাঁর গায়ে আজও লেগে মেঠো গন্ধ। মাটির কাছাকাছি থাকতে পছন্দ করেন অরিজিৎ। চালচলন হাবভাবে নেই কোনও চাকচিক্য

ছেলেকে ভর্তি করেছেন সাধারণ স্কুলে। বাড়িতে গেলে আজও স্কুটিতে চেপেই ঘুরতে দেখা যায় তাঁকে।

এ যেন অরিজিতের মোট সম্পত্তির পরিমাণ কত? তা নিয়ে দর্শক মনে কৌতূহলের সীমা নেই। জেনে নেওয়া যাক...

২০২৩ সালে বলি মুভি রিভিউ-র প্রতিবেদন অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ ১৪৯ কোটি টাকা। বছরে তিনি গড়ে আয় করে থাকেন ৭২ কোটি টাকা।

এখানেই শেষ নয়, অরিজিৎ সিং মাসে আয় করে থাকেন ৬ কোটি টাকা। তবে শ্রেয়া ঘোষালের আয়কে এখনও ছাড়াতে পারেননি অরিজিৎ।

শুধু প্লেব্যাক করেই নয়, দেশ বিদেশে কনসার্ট করেও মোটা টাকা আয় করে থাকেন অরিজিৎ সিং। তাঁর মোট সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া।