25 March, 2024
হালিশহরের বাড়িতে রাজকে চুমু খেলেন কে?
credit: Pinterest
TV9 Bangla
\ভোট নিয়ে ব্যস্ত রাজ চক্রবর্তী। এরই মধ্যে তিনি গিয়েছেন তাঁর দেশের বাড়িতে। সেই বাড়ি হালিশহরে
সেখানেই রাজের বড় হয়ে ওঠা। আজ তিনি প্রথম সারির পরিচালক। তবে ছোটবেলাটা তাঁর কেটেছে সেখানেই
পাড়ার লোকের কাছে তিনি পরিচিত রাজু হিসেবে। এ হেন রাজু পরিবারসহ হালিশহরে গিয়েছেন দোল উদযাপন করতে
সেখানে তাঁকে চুমু খেলেন কে? রাজের সঙ্গে গিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও ছোট্ট ইউভানও। তবে দেখা যায়নি ইয়ালিনিকে।
রাজের গালে মিষ্টি চুমু এঁকে দিলেন তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিশেষ দিনকে আরও স্মরণীয় করে রাখলেন তাঁরা।
রইল তাঁদের দোল সেলিব্রেশনের মিষ্টি কিছু ছবি। যা দেখলে চোখ ফেরাতেই পারবেন না আপনি
রাজের হালিশহরের বাড়িকে শুধু বাড়ি বললে ভুল বলা হবে। এতটাই তাঁর ব্যপ্তি যেন আস্ত এক প্রাসাদ
সময় পেলেই সেখানে চলে যায় গোটা চক্রবর্তী পরিবার। শহরের কোলাহল ছেড়ে সময় কাটান সেখানেই
Learn more