17 April, 2024
রাত বাড়লেই কেন হোটেলে ডাক পড়ত ববির?
TV9 Bangla
credit: Social Media
২০২৩ সালের শেষ লগ্নে ডিসেম্বরের ১ তারিখ ববি দেওলের ছবি ‘অ্যানিম্যাল’ মুক্তি পায়। হারিয়ে যাওয়া জনপ্রিয়তা ফিরে পান অভিনেতা।
ছবিতে এক নির্বাক ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা যায় ববিকে। মাত্র ১৫ মিনিটের রোলে দুর্দান্ত পারফর্ম করেছেন ববি। রাতারাতি তাঁর নাম হয়েছে লর্ড ববি।
ববির কমবেক প্রসঙ্গ নিয়ে নানা জনে নানা কথা বলেছেন। ববির অনুগামীরা বলেছেন, “কামব্যাক করতে হলে ববি দেওলের মতো করতে হয়।”
কিন্তু জানেন কি, ববি দেওলকে একটা সময় দুঃখ সহ্য করতে হয়েছিল। তাঁর স্ত্রী চাকরি করতেন। কিন্তু তিনি করতেন না। বাড়িতেই বসে থাকতেন।
একবার পুত্র এসে বাবাকে কটাক্ষ করে বলে, “তুমি তো মায়ের পয়সায় বসে-বসে খাও”। এমন কটাক্ষ শোনার পর ববি দেওল কাজের সন্ধানে বেরিয়ে পড়েছিলেন।
অনেকেই হয়তো জানেন না, বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল ডিস্ক জকিদের মধ্যে ববি এক নম্বরে। বিভিন্ন ডিস্কো থেকে তাঁর ডাক পড়ে।
ডিস্কোতে সাধারণত গান বাজানো হয়। সেই গান মিক্সিংয়ের ব্যাপারে ববির জুড়ি নেই। একটা সময় ববির ডাক পড়ত রাত হলেই। বিভিন্ন হোটেল থেকে ফোন যত তাঁর কাছে।
কোনও হোটেলে গিয়ে তিনি ডিজের কাজ করবেন, তা নিয়ে দর কষাকষিও হত। রাত বাড়লেই ববির ডাক পড়ত বিভিন্ন হোটেলে।
আরও পড়ুন