20 MAY, 2024

আম্বানিদের পুত্র ফুটপাথে বিক্রি করতে চেয়েছিলেন বেলুন

TV9 Bangla

credit: Social Media

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির ছোট ছেলে তিনি। মুকেশ অম্বানীর ছেলে অনন্ত অম্বানী। কিন্তু ধনী পিতার পুত্র হয়েও রাস্তায় বেলুন বিক্রি করতে গিয়েছিলেন তিনি। জানেন সেই কাহিনি?

৬ বছর বয়স ছিল অনন্তর। এক প্যাকেট বেলুন কিনে জুহুর বিচে বেঁচতে গিয়েছিল ছেলেটা। এর নেপথ্যে ছিল তাঁর ব্যবসায়িক বুদ্ধি। যা তাবড়-তাবড় কোটিপতিদের হার মানিয়ে দিতে পারে।

গুজরাটের জামনগরে একটি সাফারি তৈরি করেছেন মুকেশ অম্বানীরা। সেখানে রয়েছে বহু হাতি। সব হাতির দায়িত্বই অনন্তের। এই অনন্ত কেন বেলুন বিক্রি করেছিলেন?

সেই কারণ জানিয়েছেন কিং খান শাহরুখ। এক অনুষ্ঠানে অনন্তকে পাশে নিয়ে তাঁর ছোটবেলা সম্পর্কে অনেক কথা বলেন তিনি। জানিয়েছিলেন সেই বেলুন বিক্রি করার কাহিনিও।

শাহরুখ বলেছিলেন, "একবার জুহুর একজন বেলুনওয়ালার থেকে ১৫টাকার একটি বেলুন কিনতে গিয়েছিলেন অনন্ত। তারপর বাড়ি ফিরে আসেন দৌড়ে-দৌড়ে।"

শাহরুখ জানিয়েছিলেন, সেদিন বাড়ি এসে অনন্ত ভাবতে থাকেন, এক প্যাকেট বেলুন তিনি বিক্তি করবেন জুহুতেই। হাওয়া বিনাপয়সায় পাওয়া যায়।

বিনা পয়সায় পাওয়া হাওয়া সেই বেলুনে ভরে তিনি অর্ধেক দামে বিক্রি করবেন, এটাই ছিল অনন্তর পরিকল্পনা, জানান শাহরুখ।

আসলে তিনি চেয়েছিলেন তাঁর মাকে ভয় দেখাতে। মাকে আটকে রাখতে। কিন্তু শাহরুখ বাস্তব বুঝতে পারেন পরে। মৃত্যু আটকানো যায় না। তাঁর মায়ের তখন যাওয়ারই ছিল।