জ়ায়রা ওয়াসিমকে মনে আছে? যাঁর মিষ্টি চেহারা এবং দুর্দান্ত অভিনয় অত্যন্ত কম সময়ে জায়গা করে নিয়েছিল দর্শকদের মনে। আজ তাঁকে নিয়ে কিছু কথা হোক।
'সিক্রেট সুপারস্টার' এবং 'দঙ্গল'--এই দুটি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন জ়ায়রা। দুটি ছবি তৈরি হয়েছিল আমির খানের প্রযোজনা সংস্থা থেকে। কিন্তু এই দুটি ছবিতে অভিনয় করার পর চিরকালের মতো অভিনয় ছাড়লেন জ়ায়রা।
তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। জ়ায়রা ওয়াসিমের ক্ষেত্রে এই প্রবাদ একেবারে সত্যি। কেন না, তিনি যখন অভিনয় করতে শুরু করেন, সাফল্য পেতে সময় লাগেনি। প্রথম ছবিতেই ছক্কা হাঁকিয়েছিলেন এই অভিনেত্রী।
দর্শকের তো বটেই, বলিউডের তামাম পরিচালক এবং প্রযোজনা সংস্থা তাঁর সঙ্গে কাজ করায় আগ্রহ প্রকাশ করেছিল। মিষ্টি চেহারা এবং অসম্ভব ভালো পারফরমেন্স ছিল জ়ায়রার।
'সিক্রেট সুপারস্টার' সফল হওয়ার পর হঠাৎই একদিন জানা যায়, জ়ায়রা আর অভিনয় করবেন না। এ কথা তিনি নিজেই জানিয়েছিলেন তাঁর ভক্তকুলকে। বলেছিলেন, অভিনয় জগতকে চিরকালের জন্য আলবিদা জানিয়ে দিয়েছেন তিনি।
জ়ায়রা ইসলাম ধর্মের বিশ্বাসী। আধ্যাত্বিক জীবনে মনোনিবেশ করবেন বলে অভিনয় থেকে নিজেকে গুঁটিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু আপনি কি জানেন, মাত্র দুটি ছবিতে অভিনয় করে অতি অল্প সময় কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছিলেন জ়ায়রা।
মাত্র দুটি ছবি অভিনয় করে কয়েকশো কোটি টাকা উপার্জন করেছিলেন জ়ায়রা ওয়াসিম। এত টাকা তাঁর আছে যে, তাঁর আগামী কয়েক প্রজন্মের কোনও অভাব থাকবে না। সেই অভিনেত্রীকে ভীষণ মিস করে বলিউড এবং তাঁর ভক্তরা।
দুটি ছবিতে অভিনয় করেই জাতীয় পুরস্কার এবং ফিল্মফেয়ার জিতে নিয়েছিলেন জ়ায়রা। যে পুরস্কার পেতে বছরের পর-বছর অপেক্ষা করতে হয় বলিউডের বহু নামী অভিনেত্রীকে।