বয়স ৫০ ছুঁলেও আজও হট অ্যান্ড হ্যাপেনিং হৃতিক রোশন। তাঁর ভক্তসংখ্যাও নেহাত কম নয়। এই মুহূর্তে আগামী ছবি 'ফাইটার' নিয়ে বেজায় ব্যস্ত।
ব্যক্তিগত জীবনে তিনি প্রেম করছেন সাবা আজাদের সঙ্গে। হৃতিক স্টারকিড। তাঁর বাবা রাকেশ রোশন বলিউডের বিখ্যাত পরিচালক
তবে জানেন কি বাংলার সঙ্গে হৃতিকের রয়েছে এক নিবিড় যোগ? ছোটবেলা কেটেছে ভাতে-মাছে।
আর ওই যে তাঁর ডাক নাম 'ডুগগু'-- তাও কিন্তু দিয়েছেন হৃতিকের সেই বাঙালি নিকটাত্মীয়। কে তিনি? জেনে নিন হৃতিকের বাঙালি যোগের ইতিহাস।
হৃতিকের ঠাকুমা ইরা রোশন কিন্তু আদপে বাঙালি মাত্র কুড়ি বছর বয়সে যিনি পাড়ি দিয়েছলেন দিল্লির অল ইন্ডিয়ায় রেডিয়োতে।
ইরা ছিলেন সঙ্গীতশিল্পী। স্বামীর সঙ্গে এই গানের মাধ্যমেই আলাপ হয়েছিল তাঁর। রোশনলাল নগরাথ ছিলেন সঙ্গীত পরিচালক। খুব কম দিনেই ইরা ও তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এর পরেই হয় প্রেম বিয়ে ও জন্ম হয় রাকেশ রোশনের। রাকেশ ঝরঝরে বাংলা বললেও হৃতিক কিন্তু পারেন না। তবে তিনি রসগোল্লার ভক্ত।
আর মিষ্টি দই? সেও দারুণ প্রিয় তাঁর। বাংলা অভিনেতার বড় প্রিয়, এ কথা বহুবার কলকাতায় এসে বলেছেন তিনি। হবে নাই বা কেন? আদপে যে তিনি আধা বাঙালি।