18  March, 2024

এই খুদে এখন সুন্দরী বাঙালি নায়িকা, কে বলুন তো?

credit: Pinterest

TV9 Bangla

হ্যাঁ, ছোটবেলায় এমনটাই দেখতে ছিলেন অভিনেত্রী শ্রুতি দাসকে। কপালে চন্দন আঁকা টিপ, গলায় হার...

নিজের এক মিষ্টি ছবি শেয়ার করেছেন তিনি। করে লেখেন, "একে আমি পেলে চটকে খেয়েই ফেলতাম।'

তাঁকে দেখে অভিভূত শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পাঠিয়েছেন একগুচ্ছ ভালবাসা

গত বছর শেষ হয়েছে শ্রুতির ধারাবাহিক 'রাঙা বউ'। এর পরেই এক বড় ব্রেক মিলেছিল তাঁর

রাখী গুলজারের সঙ্গে 'আমার বস' ছবিতে অভিনয় করেন তিনি। ওই ছবির পরিচালক শিবপ্রসাদ-নন্দিতা জুটি

গত বছর জীবনের আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন করেছেন তিনি, বিয়ে করেছেন চুপিসারে

পাত্র তাঁর দীর্ঘ দিনের প্রেমিক পরিচালক তথা প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দার, আইনি বিয়ে সেরেছেন তাঁরা 

২০২৫-এ গিয়ে সামাজিক বিয়ে করবেন তাঁরা, আপাতত এমনটাই পরিকল্পনা রয়েছে তাঁর