08 April, 2024

যশ দাশগুপ্তের প্রথম স্ত্রীকে চেনেন?

TV9 Bangla

টলিউডের এই মুহূর্তে ব্যস্ত নায়ক যশ দাশগুপ্ত। ছোট পর্দা থেকে জনপ্রিয়তা। তবে সেই জনপ্রিয়তা টলিউড ছাপিয়ে পৌঁছে গিয়েছে বলিউডেও

তবে জানেন কি নুসরতের আগেও একবার বিয়ে হয়েছিল যশের? চেনেন তাঁর প্রথম স্ত্রীকে?

যশের প্রথম স্ত্রীর নাম শ্বেতা সিং কালহানস। না, তিনি বাঙালি নন। কী তাঁর পেশা? কী করেন তিনি?

আপাতত তিনি রয়েছেন মুম্বইয়ে। সংবাদমাধ্যম থেকে নিজেকে দূরেই সরিয়ে রাখেন শ্বেতা। ২০২১ সালে যখন নুসরত ও যশের প্রেম নিয়ে খুব লেখালিখি তখন মুখ খুলেছিলেন শ্বেতা

জানিয়েছিলেন তাঁদের এক সন্তানও রয়েছে। রয়েছে এক ছেলে। তবে বিয়ে মুম্বইয়ে নয়। হয় কলকাতায়। সে সময় ইন্ডাস্ট্রির অংশ ছিলেন শ্বেতা

তাঁদের সন্তান কিন্তু মায়ের সঙ্গে থাকে না। থাকে বাবার সঙ্গে নুসরতের সঙ্গে আবার যশের বড় ছেলের সম্পর্ক বেশ ভাল।

তাঁদের সন্তান কিন্তু মায়ের সঙ্গে থাকে না। থাকে বাবার সঙ্গে নুসরতের সঙ্গে আবার যশের বড় ছেলের সম্পর্ক বেশ ভাল।

নিজের জীবন নিজের মতো কাটাচ্ছেন তিনি, যশ-নুসরতের ঝামেলায় নিজেকে জড়াতে চান না শ্বেতা