সিনেমা-সিরিয়ালের পর্দায় একজন আদর্শ মায়ের চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য। তিনি টলিউডের আদর্শ মাতৃমূর্তি...
ইন্ডাস্ট্রিতে তাঁর অনুজরা তাঁকে 'অপামা' সম্বোধন করেন। শোনা কথা, অপরাজিতার সামনে নাকি কেউ সিগারেট পর্যন্ত ধরান না...
মাত্র ২২ বছর বয়সে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা। সেই সিরিয়ালের নাম ছিল 'এক আকাশের নীচে'
এত কম বয়সে মায়ের চরিত্রে অভিনয় করছেন বলে সকলে তাঁকে সাবধান করেছিলেন। কিন্তু অপরাজিতা কারও বারণ শোনেননি।
TV9 বাংলাকে অপরাজিতা বলেছিলেন, "আমার কাছে অভিনয়টা বড় কথা। মা-ই হলেন সবচেয়ে বড় হিরো। আমি তো হিরোর চরিত্রেই অভিনয় করেছি।"
কিন্তু বাস্তব জীবনে অপরাজিতা সন্তানের জন্ম দিয়ে 'মা' হননি। সেটা আর একান্ত ব্যক্তিগত বিষয়। নিজের মাতৃত্ব নিয়ে এই প্রথম তিনি মুখ খুলেছেন কেবলমাত্র TV9 বাংলার কাছে...
অপরাজিতা মনে করেন জন্ম দিলেই মা হওয়া যায় না। তাঁর এক সন্তান আছে। সেই মেয়েটিকে চেনেন আপনারা?
সেই মেয়েটির নাম গার্গী। গার্গী এক ব্যাঙ্কার। অপরাজিতা এবং তাঁর স্বামী অতনু হাজরাকে তিনি মা এবং বাবা বলে ডাকেন। অপরাজিতার স্বীকারোক্তি, আমার নিজের সন্তান হলেও সে গার্গী হতে পারত না।